৭টায় বাংলা (Seg 2): বেজিকাণ্ডে ফের অভিনেত্রী শ্রাবন্তীকে জিজ্ঞাসাবাদ | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেজিকাণ্ডে অভিনেত্রী শ্রাবন্তীকে ফের জিজ্ঞাসাবাদ। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের জিজ্ঞাসাবাদ। শ্রাবন্তীকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ, বয়ান রেকর্ড। কাল কোর্টে পেশ করা হবে বেজিকাণ্ডে ধৃত চালককে। ‘কেন বেজিকে শ্যুটিংয়ের সেটে আনা হয়েছিল? কেন বেজিকে শিকল পরিয়ে রাখা হয়েছিল?’, প্রায় ৬ ঘণ্টা ধরে অভিনেত্রী শ্রাবন্তীকে কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদ।
ডাক্তারদের নতুন বদলি নীতি স্বাস্থ্য দফতরের। ‘ডাক্তারদের বদলি রুটিন প্রসেস নয়। চিকিৎসা ও পঠনপাঠনের প্রয়োজনেই করা হবে বদলি’, রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজগুলিকে ভাগ করা হয়েছে চারটি জোনে। কলকাতার হাসপাতালগুলিকে নিয়ে জোন-১। কলকাতা সংলগ্ন জেলাগুলিকে নিয়ে জোন-২। পশ্চিমাঞ্চলের জেলাগুলিকে নিয়ে জোন-৩। উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে জোন-৪। ‘কলকাতা এবং সংলগ্ন জেলার চিকিৎসকদের চাকরি জীবনের ৫০ শতাংশ সময় পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গে কাজ করা বাধ্যতামূলক। চাকরিজীবনের শুরুতে পছন্দের জেলায় ডিউটি করতে পারবেন চিকিৎসক’, জানাল স্বাস্থ্য ভবন।
একমাসের মধ্যে সিটকে (SIT) আনিস খানের মৃত্যুর (Anish Khan Death) তদন্ত শেষ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এর পাশাপাশি, বাইরের কারও দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।এক সপ্তাহের মধ্যে দিতে হবে ফরেন্সিক রিপোর্ট।স্বচ্ছতার সঙ্গে এবং কোনওভাবে প্রভাবিত না হয়ে তদন্ত করতে হবে পুলিশকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছাড়া তদন্তের সময়সীমা বাড়ানো হবে না, আনিস মৃত্যু-তদন্তে সিটকে নির্দেশ হাইকোর্টের। ১৮ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।
সিট নয় সিবিআই তদন্তেই আস্থা। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব। প্রতিক্রিয়া আনিস খানের বাবা সালেম খানের।