Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
7 Tay Bangla : SSC দুর্নীতির অভিযোগ, প্রতিবাদে করুণাময়ীতে বাম ছাত্র ও যুব সংগঠনের বিক্ষোভ।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএসএসসিতে (SSC) দুর্নীতির অভিযোগের প্রতিবাদে করুণাময়ীতে বাম ছাত্র ও যুব সংগঠনের বিক্ষোভ। করুণাময়ীতে জমায়েত শুরু হওয়ার আগে থেকেই চলছিল পুলিশের ধরপাকড়। বিক্ষোভকারীরা বলেন, মুখ্যমন্ত্রী নিজে চোর, পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী গ্রেফতার হয় না। ছাত্র যুব নেতাদের বিক্ষোভে গ্রেফতার করা হয়। বাস ভর্তি করে বিক্ষোভকারীদের নিয়ে যাওয়া হয়। তুমুল উত্তেজনা ছড়ায় ইন্দিরা ভবনের সামনে, বিক্ষোভকারীদের সঙ্গে রীতিমত ধ্বস্তাধস্তি শুরু হয়। পুলিশের বিরুদ্ধে বিনা প্ররোচনায় গাঁয়ে হাত তোলার অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। আহত হন এক পুলিশকর্মীও। একাধিক বাম ছাত্র যুব কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
এসএসসি-দুর্নীতি মামলায় সিবিআইয়ের পর এবার ইডির হস্তক্ষেপ। এসএসসি-নিয়োগ মামলায় ‘বেআইনি আর্থিক লেনদেন’ খুঁজতে অনুসন্ধানে ইডি। সিবিআইয়ের কাছে তদন্তের যাবতীয় নথি চেয়ে চিঠি ইডির। দিল্লিতে ইডির সদর দফতর থেকে কলকাতার সিবিআই দফতরে চিঠি। চাওয়া হয়েছে এফআইআরের ৪টি কপি ও যাবতীয় নথি: সূত্র। চাকরির বিনিময়ে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, মনে করছে ইডি: সূত্র। সিবিআইয়ের নথি ও বাগ কমিটির রিপোর্ট খতিয়ে দেখে ইডি-র এফআইআর: সূত্র
এসএসসি-দুর্নীতি (SSC Scam) মামলায় সিবিআইয়ের পর এবার ইডির হস্তক্ষেপ। এসএসসি-নিয়োগ মামলায় ‘বেআইনি আর্থিক লেনদেন’ খুঁজতে অনুসন্ধানে ইডি। এই প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘এখানে টাকা পয়সার অনেক খেলা আছে বলেই ইডি হস্তক্ষেপ করেছে। আমরা জানি পার্থ চট্টোপাধ্যায় তাঁর সারমেয়র জন্যও ফ্ল্যাট কিনে রেখেছেন। কোটি কোটি টাকা কি করে রাখা যায় উনি তাঁর পরিকল্পপনা করেছেন। একটু পরিকল্পনা রাজ্যের ছেলে মেয়েগুলোর জন্য করলে বাংলার শিক্ষা ব্যবস্থা অনেক ভাল হত।‘