৭ টায় বাংলা: টিটাগড়ের বিজেপি নেতা খুনে দুই পুর প্রশাসককে জিজ্ঞাসাবাদ সিআইডির, পঞ্চায়েত ভোট না করানো ভুল হয়েছে', কর্মিসভায় অনুব্রত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Oct 2020 09:22 PM (IST)
বীরভূমে অনুব্রত মণ্ডলের সামনে তৃণমূলের দুই গোষ্ঠীর হাতাহাতি। সাঁইথিয়ায় তৃণমূলের কর্মিসভায় উত্তেজনা। এদিকে, এই কর্মিসভা থেকে অনুব্রত মণ্ডল বলেছেন, "পঞ্চায়েত ভোট না করানো ভুল হয়েছে।" টিটাগড়ের বিজেপি নেতা খুনে প্রধান অভিযুক্ত সুবোধ সিং। বিহারের দেউল জেলে বসে খুনের ছক। এমনটাই সিআইডি সূত্রে খবর। মণীশ খুনে তৃণমূলের দুই পুর প্রশাসককে জিজ্ঞাসাবাদ সিআইডির।