৭টায় বাংলা (Seg 1): জেলায় জেলায় ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, এখনও স্পষ্ট অসচেতনতা | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাস্কহীনদের সচেতন করতে উত্তর ২৪ পরগনার একাধিক বাজারে হানা দিল পুলিশ। বাগদায় (Bagdah) গ্রেফতার করা হয় ১০ জনকে। দেগঙ্গায় (Deganga) মাস্ক না পরে বেরোলেই ব্যবস্থা নিচ্ছেন জনপ্রতিনিধি। হাবড়ায় আবার পুলিশ চলে যেতেই দেখা গেল ঢিলেঢালা ভাব।
এদিকে, সংক্রমণ ঠেকাতে বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত। সোমবার থেকে টানা ৪ দিন বন্ধ থাকবে ক্যানিং বাজার। টানা দুদিন বন্ধ থাকবে বারুইপুরের ১৯টি পঞ্চায়েত ও রাজপুর-সোনারপুর পুর এলাকার দোকান-বাজার। তার আগে বাজারগুলিতে কোভিড বিধি ভাঙার ছবি।
অন্যদিকে, পটাশপুরে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠল। রাজ্যের বিরোধী দলনেতাকে তৃণমূল গো ব্যাক স্লোগান (Go Back Slogan) দিয়েছে বলে অভিযোগ। সম্প্রতি পটাশপুরে আক্রান্ত হন এক তৃণমূল নেতা। ওই তৃণমূল নেতার বাড়িতেই যান শুভেন্দু অধিকারী।