৭টায় বাংলা (Seg 2): কিছুটা কমে গত ২৪ ঘণ্টায় রাজ্যে একদিনে করোনা সংক্রমিত ৪,৫৪৬ | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেন্দ্রের আইএএস-ক্যাডার (IAS Cadre Rules) বিধিতে বদল আনার প্রস্তাবে বিতর্ক। ‘অফিসারের অভাব দূর করতেই বিধি বদলের ভাবনা’, বিতর্কের জেরে যুক্তি কেন্দ্রের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের সেক্রেটারির। ‘কেন্দ্রের অফিসার-অভাব দূর করতেই বিধিতে বদল আনার ভাবনা। কেন্দ্র যাতে আরও বেশি অফিসার পায়, তার জন্যই বিধিতে বদলের ভাবনা। প্রয়োজন ৪০ শতাংশ অফিসারের, কিন্তু ডেপুটেশনে রয়েছে মাত্র ১৮ শতাংশ’, বললেন কেন্দ্রের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের সেক্রেটারি অপূর্ব চন্দ্র।
আমলাদের নিয়ন্ত্রণ বিতর্কে তুঙ্গে তরজা। পিছনের দরজা দিয়ে রাজ্য সরকারের ওপর প্রভাব খাটানোর চেষ্টা কেন্দ্রের, অভিযোগ তৃণমূলের (TMC)। জবাব বিজেপির (BJP)।
উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনায় টানা ১০দিন তিরিশের উপরেই মৃত্যু। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে ৩৭জনের মৃত্যু। রাজ্যে একদিনে কিছুটা কমে ৪৫৪৬জন করোনায় সংক্রমিত। রাজ্যে দৈনিক সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে উঃ ২৪ পরগনা। রাজ্যে করোনায় মৃত ৩৭জনের মধ্যে ১৪জনই উঃ ২৪ পরগনার। কলকাতায় একদিনে ৪৯৬জন সংক্রমিত, ৫জনের মৃত্যু। দঃ ২৪ পরগনায় একদিনে ২৭৮জন সংক্রমিত, ৩জনের মৃত্যু। হাওড়ায় একদিনে ১৭২জন করোনা আক্রান্ত, ২জনের মৃত্যু। হুগলিতে একদিনে ২৮০জন করোনা আক্রান্ত, ৪জনের মৃত্যু। দার্জিলিঙে একদিনে ২৪১জন সংক্রমিত, ২জনের মৃত্যু। বীরভূমে একদিনে ৩০০জন করোনা আক্রান্ত, ২জনের মৃত্যু। রাজ্যে একদিনে ৫১ হাজার ৪২১জনের টেস্ট, পজিটিভিটি রেট ৯ শতাংশ। ১৫ ফেব্রুয়ারির পরে সংক্রমণের হার হতে পারে নিম্নমুখী, খবর স্বাস্থ্যমন্ত্রক সূত্রে।
অধ্যাপিকার উদ্দেশ্যে জাতি বিদ্বেষমূলক কটূক্তির অভিযোগ। জাতি বিদ্বেষমূলক ‘কটূক্তি’, সবং (Sabang) কলেজের অধ্যাপক গ্রেফতার। ১৯ অক্টোবর সবং থানায় অভিযোগ, আজ সকালে গ্রেফতার করা হয়েছে তাঁকে। পরীক্ষা চলাকালীন জাতি তুলে অপমান করার অভিযোগ। এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি কলেজ কর্তৃপক্ষের।