TMC News: বছরের শুরুতে মালদায় গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা
ABP Ananda Live: বছরের শুরুতে মালদায় গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা। বাড়ির কাছে ধাওয়া করে গুলি। মৃত তৃণমূলের মালদা জেলার সহ সভাপতি ও ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর। কারখানার সামনে দাঁড়িয়ে থাকার সময় হামলা চার দুষকৃতীর। প্রাণ বাঁচাতে দোকানে ঢুকলেও মৃত্যু তৃণমূল নেতার, পরপর চার রাউন্ড গুলি। সিসিটিভিতে হাড়হিম করা ছবি। গ্রেফতার ২। মালদার এসপি-কে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর, কটাক্ষ শুভেন্দুর।
আরও খবর, রেশন দুর্নীতির তদন্ত নিয়ে ফের আদালতে ভর্ৎসনার মুখে পড়ল ED। জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী, জ্য়োতিপ্রিয় মল্লিকের হিসেব বহির্ভূত সম্পত্তির খতিয়ান পেতে, ২০২৩ সালের ২৭ অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করে ইডি। বৃহস্পতিবার বিচার ভবনে ছিল, প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিনের আর্জির শুনানি। ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আর্জির বিরোধিতা করলে, বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী অফিসার থেকে আইনজীবীকে।রেশন দুর্নীতির উৎসের কথা জানতে চেয়ে, ইডির স্পেশাল কোর্টের বিচারক প্রশ্ন করেন,নদিয়ার যে FIR থেকে এই সংক্রান্ত তদন্ত শুরু হয়েছিল, সেখানে চুরির অভিযোগ ছিল। সেটাকে কেন ‘দুর্নীতি’ বলে উল্লেখ করা হচ্ছে? এর আগের শুনানিতে ইডির তরফে আদালতে দাবি করা হয়, রেশন দুর্নীতির তদন্তে একাধিক সরকারি নথি এবং সরকারি অফিসারের সিল পাওয়া গিয়েছে।সেই প্রসঙ্গে বৃহস্পতিবার বিচারক প্রশ্ন করেন,যদি দুর্নীতি হয়, তাহলে আজ পর্যন্ত ওইসব সরকারি অফিসারকে জিজ্ঞাসাবাদ করেননি কেন? যাঁরা রেশন কম পেয়েছেন বলে অভিযোগ করেছেন, তাঁদের সঙ্গে কি কথা বলেছিলেন?