৭ টায় বাংলা(২): নারী নির্যাতন নিয়েও রাজ্য-রাজ্যপাল সংঘাত, পিনকন মামলায় প্রেসিডেন্সি জেলের সুপারকে সরানোর নির্দেশ ও অন্য খবর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভালো আছেন করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর আপাতত জ্বর নেই। অক্সিজেনের মাত্রাও এখন স্বাভাবিক। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। আজ তাঁর বুকের এক্স-রে করা হয়। রিপোর্টে ফুসফুসে সংক্রমণের কোনও চিহ্ন পাওয়া যায়নি। ফোন করে তাঁর খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী। পিনকন মামলায় প্রেসিডেন্সি জেলের সুপারকে সরানোর নির্দেশ। তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ তমলুক আদালতের। প্রেসিডেন্সি জেলের ভূমিকা সন্তোষজনক নয়। সন্তোষজনক নয় নেতাজিনগর থানার ভুমিকাও। পিনকন কর্তার চিকিৎসকের ভূমিকাও সন্তোষজনক নয়। হাসপাতালে ভর্তি পিনকন কর্তা তা জানত না আদালত। আদালতকে আগে থেকে কোনও তথ্যই দেওয়া হয়নি, পিনকন মামলায় মন্তব্য তমলুক আদালতের। ১০ দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ আদলতের। হাথরস কাণ্ড বিরল এবং ভয়ঙ্করতম ঘটনা। ঘটনার গুরুত্ব বিচার করেই মামলা শুনছে সুপ্রিম কোর্ট। সুবিচারের আশ্বাস দিয়ে মন্তব্য প্রধান বিচারপতির। অন্যদিকে নারী নির্যাতন নিয়েও রাজ্য-রাজ্যপাল সংঘাত। অন্যদিকে বোসপুকুর শীতলা মন্দিরে তুঙ্গে দুর্গাপুজোর প্রস্তুতি।