৭টায় বাংলা (১): 'অধিকারী গড় আবার কী? আমাকে নাকি ভয় দেখাবে', কাঁথির সভা থেকে Suvendu Adhikari-কে চ্যালেঞ্জ Abhishek Banerjee-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Feb 2021 09:15 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
অধিকারী গড় আবার কী? আমাকে নাকি ভয় দেখাবে। অধিকারী গড়ে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) চ্যালেঞ্জ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee)। কাঁথি ছাড়কেই অভিষেককে নিশানা শুভেন্দুর। কাঁথির জনসভা থেকে বাংলার সংস্কৃতি। কাঁথিতে অভিষেকের আক্রমণের জবাব শুভেন্দুর। ফেসবুকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। "বাংলার সংস্কৃতি বোঝার ক্ষমতা মমতার (Mamata Banerjee) নেই। যেভাবে আমার নামে আমার নামের বিকৃতি করেছেন তাতেই আপনার সংস্কৃতি বোধ স্পষ্ট। বিজেপি (BJP) বাংলায় ক্ষমতায় এলে সুস্থ সংস্কৃতি ফিরবে। নবদ্বীপের সভা থেকে মন্তব্য জে পি নাড্ডার (J P Nadda)। 'আমার তোলাবাজির প্রমাণ দিতে পারলে দাঁড় করিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যান। যাঁরা সারদা, রোজভ্যালিতে টাকা রেখে সর্বস্বান্ত হয়েছেন, গদ্দারদের বাড়ি ঘিরে ধরুন। কাঁথির সভা থেকে হুঙ্কার অভিষেকের।