Madhyamik 2025: জীবন বিজ্ঞানে প্রতি চ্যাপ্টারই স্কোরিং। লাস্ট মিনিট সাজেশন, কীসে বেশি জোর?

Madhyamik Examination 2025 : Madhyamik Life Science Suggestion: প্রতি চ্যাপ্টারে অভিব্যক্তি ও অভিযোজনে কীসে বেশি জোর দেবে? জীবনের প্রবাহমানতা থেকে কী দেখে যাবে? জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়ে কোন কোন প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ? এবিপি লাইভের বিশেষ উদ্যোগ পাঠশালা লাইভের (Pathshala Live) ক্লাসরুমে আজ মাধ্যমিকের জীবনবিজ্ঞান (Life Science) বিষয়ে আলোচনা। আজ ক্লাসরুমে রয়েছেন পূর্ব বর্ধমানের আঝাপুর হাইস্কুলের (Ajhapur High School) সহ-শিক্ষক ডঃ উৎপল অধিকারী (Utpal Adhikari)। মাধ্যমিকের জীবনবিজ্ঞানের কোন কোন বিষয়ে শেষমুহূর্তে একটু বেশি জোর দেবে ছাত্র-ছাত্রীরা আলোচনা করা হয়েছে ভিডিয়োটিতে। পাশাপাশি রয়েছে পরীক্ষার হলে বসে কীভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যাবে সেই টিপসও।

পরীক্ষার্থীদের যদি একটুও উপকারে আসে পরামর্শ, এই উদ্যোগ সফল হবে। (WBBSE Madhyamik)।

বিঃদ্রঃ -পাঠশালা লাইভে মতামত বক্তাদের একান্ত নিজস্ব। এতে ABP আনন্দ ও ABP Live - এর সম্পাদকীয় কোনও মতামত নেই। উদ্যোগ সম্পূর্ণরূপে এবং একান্তভাবেই ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য। সম্ভাব্য প্রশ্নাবলী ও সাজেশন ধারণা মাত্র, ছাত্রছাত্রীদের নিজস্ব প্রস্তুতিকে কোনওভাবেই ব্যাহত করার অভিপ্রায় নয়। পরীক্ষার্থীদের জন্য আগাম শুভেচ্ছা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola