৭টায় বাংলা (২): জোড়াবাগানে নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনে অভিযুক্তর ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Feb 2021 11:27 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
জোড়াবাগানে নাবালিকাকে যৌন নির্যাতন করে নৃশংশভাবে খুন। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেপাজতে অভিযুক্ত। বিরলের মধ্যে বিরলতম অপরাধ। আদালতে সওয়াল সরকারের। লুকোচুরি খেলতে খেলতে চলে গিয়েছিল পাশের বহুতলে। সেখান থেকে আর ফেরা হল না আট বছরের বালিকার। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিনের পরিচিত ব্য়ক্তির নৃশংসতার শিকার হয়েছে ক্লাস থ্রিয়ের পড়ুয়া। জোড়াবাগানে বালিকাকে যৌন নির্যাতন ও খুনের অভিযোগে ধৃত সেই দারোয়ানের আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল নগর দায়েরা আদালত। শুক্রবার গ্রেফতারির পর শনিবার ধৃতকে আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। অন্যদিকে মঙ্গলবার ফের বীরভূমে যাবেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। তার আগে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) গলায় শোনা গেল খেলা হবে স্লোগান। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপান উতোর। তৃণমূলে টালিগঞ্জের আরও তারকা। এবারে শাসকদলে রণীতা, শ্রীতমা ও অন্যন্যরা। আগামী মাসের যে কোনও সময় পঞ্চাশ উর্ধ্বদের করোনার ভ্যাকসিন। কলকাতায় এসে ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের (Harsh Vardhan)। কী জানিয়েছেন তিনি? দেখুন সরাসরি।