৭টায় বাংলা (২): জোড়াবাগানে বালিকা খুনের কিনারা, পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে একেবারে ধুন্ধুমার সুবোধ মল্লিক স্কোয়ারে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Feb 2021 08:58 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
২৪ ঘণ্টার মধ্যে জোড়াবাগানে বালিকা খুনের ঘটনায় কিনারা করল লালবাজারের হোমিসাইড শাখা। যৌন নির্যাতন ও খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বহুতলের দারোয়ানকে। বহুতলের ছাদে একটি কাগজ মেলে। জিজ্ঞাসাবাদে দারোয়ান জানান, কাগজ ছাদে নিয়ে যান তিনিই। পুলিশের সন্দেহ হয়, ছাদে কেন গিয়েছিলেন দারোয়ান? ঘটনার দিন বিরিয়ানি ও মদ এনেছিলেন দারোয়ান। দারোয়ানের মোবাইল ফোনে বেশ কিছু অশ্লীল ভিডিও। তার মধ্যে ছিল চাইল্ড পর্নোগ্রাফিও। বুধবার রাতে লুকোচুরি খেলছিল বালিকা। খেলতে খেলতেই সে ওই বহুতলে গিয়ে লুকোয়। দারোয়ান তাকে বিরিয়ানি ও চিপসের লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে যান। বালিকার উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। প্রচণ্ড মারধর করে, মাথার চুল ছিঁড়ে ভেঙে দেওয়া হয় দাঁত। অভিযোগ, প্রথমে শ্বাসরোধ করা হয়। মৃত্যু নিশ্চিত করতে কেটে দেওয়া হয় গলা। অন্যদিকে, পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে একেবারে ধুন্ধুমার বেঁধে যায় সুবোধ মল্লিক স্কোয়ারে। রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করলে এই ঘটনা ঘটে। শিক্ষকদের এই বিক্ষোভের মধ্যেই আজ ভোটের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি ঘোষণা করেন প্রতিবছর পার্শ্ব শিক্ষকদের তিন শতাংশ হারে বেতন বৃদ্ধি। সঙ্গে দেখুন অন্য খবর।