Madhyamik 2025: অঙ্কে ১০০-য় ১০০ পেতে প্রশ্ন কমন আসবে কি?কোন চ্যাপ্টারে কোনটি সাজেশন,লাস্ট মিনিট টিপস
Madhyamik Examination 2025 : Madhyamik Mathematics Suggestion: একমাসেরও কম সময় রয়েছে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার আগে। এই সময়টুকুতে কোন অধ্যায়ের কোন অঙ্ক কীভাবে করে প্রস্তুতি সেরে নেবে ? তোমাদের পাঠ্যবইয়ের কোন কোন অংশগুলো এবারে পরীক্ষায় গুরুত্বপূর্ণ। উপপাদ্য, সম্পাদ্য কীভাবে করলে একদম ফুল মার্কস পাবে ? পাটিগণিত, জ্যামিতিতে কোন কোন বিষয়ে শেষ মুহূর্তে জোর দেবে ? এই সমস্ত বিষয় নিয়ে পাঠশালা লাইভের (Pathshala Live) ক্লাসরুমে আজ রয়েছেন যাদবপুর বিদ্যাপীঠের (Jadavpur Vidyapith) গণিত বিষয়ের শিক্ষক দেবাশিস দত্ত (Debasish Dutta)। ভিডিওটি পুরো দেখলে মাধ্যমিকে অঙ্ক জলের মত সহজ হয়ে যাবে আশা করা যায়। পরীক্ষার্থীদের যদি একটুও উপকারে আসে পরামর্শ, এই উদ্যোগ সফল হবে। (WBBSE Madhyamik)। বিঃদ্রঃ -পাঠশালা লাইভে মতামত বক্তাদের একান্ত নিজস্ব। এতে ABP আনন্দ ও ABP Live - এর সম্পাদকীয় কোনও মতামত নেই। উদ্যোগ সম্পূর্ণরূপে এবং একান্তভাবেই ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য। সম্ভাব্য প্রশ্নাবলী ও সাজেশন ধারণা মাত্র, ছাত্রছাত্রীদের নিজস্ব প্রস্তুতিকে কোনওভাবেই ব্যাহত করার অভিপ্রায় নয়। পরীক্ষার্থীদের জন্য আগাম শুভেচ্ছা।