৭টায় বাংলা (১): কাল রাজভবনে শপথ নেবেন তৃণমূল সরকারের ৪৩ জন মন্ত্রী, ভার্চুয়ালি শপথ নেবেন অমিত ও ব্রাত্য
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামীকাল রাজভবনে তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রীদের শপথ। প্রথমবার মমতা-মন্ত্রিসভায় রামনগরের বিধায়ক অখিল গিরি। কাল শপথ নেবেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়। মন্ত্রী হিসেবে কাল ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের শপথ ।কাল শপথ নেবেন চন্দ্রিমা ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু।মন্ত্রী হিসেবে ফের শপথ সৌমেন মহাপাত্র, মলয় ঘটকের।মন্ত্রী হিসেবে শপথ নেবেন ইন্দ্রনীল সেন, স্বপন দেবনাথও।
ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেবেন যারা
১) সুব্রত মুখোপাধ্যায়
২) পার্থ চট্টোপাধ্যায়
৩) অমিত মিত্র
৪) সাধন পান্ডে
৫) জ্যোতিপ্রিয় মল্লিক
৬) বঙ্কিমচন্দ্র হাজরা
৭) মানস ভুঁইয়া
৮) সৌমেন মহাপাত্র
৯) মলয় ঘটক
১০) অরূপ বিশ্বাস
১১) উজ্জ্বল বিশ্বাস
১২) অরূপ রায়
১৩) রথীন ঘোষ
১৪) ফিরহাদ হাকিম
১৫) চন্দ্রনাথ সিনহা
১৬) শোভনদেব চট্টোপাধ্যায়
১৭) ব্রাত্য বসু
১৮) পুলক রায়
১৯) শশী পাঁজা
২০) মহম্মদ গুলাম রব্বানি
২১) বিপ্লব মিত্র
২২) জাভেদ খান
২৩) স্বপন দেবনাথ
২৪) সিদ্দিকুল্লা চৌধুরী
প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) হিসেবে শপথ নেবেন যারা
২৫) বেচারাম মান্না
২৬) সুব্রত সাহা
২৭) হুমায়ন কবীর
২৮) অখিল গিরি
২৯) চন্দ্রিমা ভট্টাচার্য
৩০) রত্না দে নাগ
৩১) সন্ধ্যারাণী টুডু
৩২) বুলু চিক বারিক
৩৩) সুজিত বসু
৩৪) ইন্দ্রনীল সেন
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন যারা-
৩৫) দিলীপ মন্ডল
৩৬) আখরুজ্জামান
৩৭) শিউলি সাহা
৩৮) শ্রীকান্ত মাহাতো
৩৯) ইয়াসমিন সাবিনা
৪০) বীরবাহা হাঁসদা
৪১) জোৎস্না মান্ডি
৪২) পরেশ চন্দ্র অধিকারী
৪৩) মনোজ তিওয়ারি