
Shipra Express : ট্রেনের এসি কামরাতেই 'চরম হেনস্থা' বাঙালি যাত্রীদের। প্রতিবাদ করলে মারধর !
ABP Ananda LIVE : ট্রেনের এসি কামরাতেই 'চরম হেনস্থা' বাঙালি যাত্রীদের। শিপ্রা এক্সপ্রেসের এসি কামরাতে 'হেনস্থা'। উত্তরপ্রদেশে ট্রেন ঢুকতেই এসি কামরায় হুড়মুড়িয়ে ঢুকে যায় ভিড়। প্রতিবাদ করলে মারধর করা হয় বলে অভিযোগ। যাত্রীরা জানিয়েছে, চুরি যায় ল্যাপটপ-সহ অন্যান্য মূল্যবান সামগ্রী। অভিযোগ, RPF-কে জানিয়েও মেলেনি কোনও সাহায্য। বরং, RPF-এর হাতে প্রহৃত অভিযোগকারী যাত্রীরাই। রেলের টোল ফ্রি নম্বর ও হেল্পলাইনে অভিযোগ জানিয়েও মেলেনি কোনও সাহায্য, অভিযোগ যাত্রীদের। আতঙ্কে রাত কেটেছে ট্রেনে। জানা গিয়েছে ওই যাত্রীরা ভোপাল থেকে ওই ট্রেনে ফিরছিলেন। সেই সময় ট্রেন যখন উত্তরপ্রদেশের উপর দিয়ে যায় তখন একটি বিশাল জনস্রোত ঢুকে পড়ে। এরপরই শুরু হয় হইহট্টগোল। যা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। যাত্রীদের অভিযোগ রেলের সুরক্ষার কিছুই ছিল না তখন। বহু জিনিস চুরি হয়ে যায়, এমনটাই বলা হয়েছে।যাত্রীদের তরফে বলা হয়, পাথুরিয়া থেকে একদল লোক ওঠে। আমাদের জায়গা থেকে সরিয়ে দেয় নিজেদের পুণ্যার্থী বলে। এরপর আমাদের সঙ্গে বচসা শুরু হয়। তারপর ওঁরা বেরিয়ে যায়। দেখি চুরি গিয়েছে ল্যাপটপ সহ একাধিক সামগ্রী।