৭টায় বাংলা (১): সকালে তৃণমূল ছেড়ে বিজেপিতে, রাতে আবার তৃণমূলে, দুবরাজপুরে নাটক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Dec 2020 09:36 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
দলের জেলা সভাপতি, বিধায়ক-সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। বৈঠকে উপস্থিত শিশির অধিকারীও (Sishir Adhikari)। মুখ্যমন্ত্রী বৈঠকে বলেন, ‘কাঁথি, হলদিয়া, নন্দীগ্রামে দলবিরোধী কাজে ব্যবস্থা নিন।দলবিরোধী কাজে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। বিজেপি এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে। বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যাঁরা সাহস করে আমার সঙ্গে থাকতে চান, থাকুন। যাঁরা লুঠেরাদের সঙ্গে যেতে চান, চলে যান।' নাম না করে শুভেন্দু (Suvendu Adhikari)ও তাঁর অনুগামীদের বার্তা মমতার। আরও এক শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠের নিরাপত্তা প্রত্যাহার। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অমূল্য মাইতির দাবি গতকাল তার দুই জন নিরাপত্তারক্ষী জানিয়ে দেন তাদের চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্ব থেকে সরানো হল পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল কুমারকে। তাঁকে পাঠানো হয়েছে শিলিগুড়ির ডাবগ্রামে র্যাফ ব্যাটেলিয়নে। পূর্ব মেদিনীপুরের নতুন পুলিশ সুপার হলেন প্রবীণ প্রকাশ। হাওড়া পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার ছিলেন তিনি। ভিড়ের চাপে বন্ধ হয়ে গেল বারাসাত পুরসভার ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের 'দুইয়ারে সরকার' কর্মসূচী। হাওড়ায় স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে এবার আসরে নামল বিজেপি। কটাক্ষ তৃণমূলের। সকালে তৃণমূল ছেড়ে বিজেপিতে, রাতে আবার তৃণমূলে ফেরা, দুবরাজপুরে পঞ্চায়েত সমিতি সদস্যার দল বদল ঘিরে নাটক। বিজেপির প্ররোচনায় পা দিয়ে দল বদল করেছিলাম, জানালেন তৃণমূল নেত্রী। ভয় দেখিয়ে দলে ফিরিয়েছে তৃণমূল, পাল্টা দাবি বিজেপির।