Bangladesh :মৌলবাদীদের চাপে বাংলাদেশে নিষিদ্ধ ইসকন? কী লিখলেন মার্কিন অভিনেত্রী-গায়িকা মেরি মিলিবেন?
ABP Ananda LIVE : প্রায় ৬ দশকের পুরনো সংস্থা, বিশ্বজুড়ে দীক্ষিতের সংখ্যাই ১০ লক্ষ! এশিয়া, ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশে ইসকনের কয়েকশো শাখা। সারা বিশ্বে বহু সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ইসকন। সেই ইসকনকেই এবার মৌলবাদী সংগঠন তকমা লাগিয়ে নিষিদ্ধ করার দাবি উঠল বাংলাদেশে। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা ও সাম্প্রদায়িক অস্থিরতা উসকে দেওয়ার অভিযোগ তুলে আদালতে রিট পিটিশন। সন্ন্যাসীর গ্রেফতারির কড়া সমালোচনা করে তদারকি রাষ্ট্রপতি জো বাইডেনের হস্তক্ষেপ চেয়েছেন প্রবাসী ভারতীয়রা। 'বাংলাদেশে চরমপন্থীরা হিন্দু ও সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়ে আলোচনায় বসুন বিশ্ব নেতারা'। এক্স হ্য়ান্ডলে পোস্ট মার্কিন অভিনেত্রী-গায়িকা মেরি মিলিবেনের।
ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারির প্রতিবাদ ঘিরে অশান্ত বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর-দফায় দফায় চলছে বিক্ষোভ-অবরোধ। বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতার এবং হিন্দু সম্প্রদায়ের ওপর লাগাতার হামলার প্রতিবাদে গর্জে উঠল ভারত। বিদেশমন্ত্রকের কড়া বিবৃতিতে জানানো হয়েছে, যা হচ্ছে তাতে উদ্বিগ্ন ভারত। এদিকে এই প্রেক্ষাপটেই জম্মু ও কাশ্মীরের প্রাক্তন ডিজিপি এসপি বৈদ বুধবার বাংলাদেশে ইসকনের পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের সমালোচনা করে বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য হিন্দু সন্ন্যাসীকে অপরাধী বানানো হল। ইউনূস সরকার 'বাক স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকারের উপর সরাসরি আক্রমণ' করছে বলেও তোপ দেগেছেন তিনি। চিন্ময় কৃষ্ণ দাস এবং অন্যান্য ধর্মীয় নেতাদের মুক্তির দাবিতে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা চেয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন তিনি।