৭টায় বাংলা (১): রাজভবনে মমতা, ৫ মে শপথের সম্ভাবনা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে রাজভবনে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে যান পার্থ চট্টোপাধ্যায়ও। সম্ভবত ৫ মে মুখ্যমন্ত্রী হিসাবে ফের শপথ নেবেন তৃণমূলনেত্রী।
সোমবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'নন্দীগ্রামে কী রকম ভোটগ্রহণ হচ্ছিল সবাই দেখেছেন। দু'জন পক্ষপাতদুষ্ট পর্যবেক্ষক সেখানে ছিলেন।'
অন্যদিক সোমবার রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ সুপারের সঙ্গে রাজভবনে বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ঘনকড়। ট্যুইটারে রাজ্যপাল জানিয়েছেন, 'গণনা পরবর্তী অশান্তি নিয়ে রিপোর্ট জমা দিতে বলেছি। গুণ্ডামি রুখতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।'
ভোটের ফল ঘোষণার পরেই কর্মীদের উপর আক্রমণের অভিযোগ আনল বিজেপি। আজ সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, 'ভোটের ফল প্রকাশের পর গোটা রাজ্যে ৬ জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। শতাধিক বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।'