Mamata Banerjee: 'আমরাই শুধুমাত্র ধরতে পেরেছি..', ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Tab scam: ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। 'ট্যাব নিয়ে SIT গঠন করা হয়েছে'। 'মহারাষ্ট্র, রাজস্থানের প্রকল্পের টাকাও হাইজ্যাক করেছে 'আমরাই শুধুমাত্র ধরতে পেরেছি'। 'যারা ট্যাবের টাকা পায়নি, তাদের টাকা দিয়ে দেওয়া হয়েছে'। বাগডোগরা থেকে কলকাতায় ফেরার আগে মন্তব্য মুখ্যমন্ত্রীর।
আরও খবর..
সালকিয়ার শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দিরে দেব দীপাবলি উদযাপন। শত শত মানুষের ভিড় করেছিলেন সালকিয়ায় গঙ্গা আরতি দেখার জন্য। যা তাদের কাছে হরিদ্বারের মতো অভিজ্ঞতা। যেখানে দেব দীপাবলি সমান জাঁকজমকের সঙ্গে পালিত হয়। আজ সন্ধ্যায় শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির যা বঙ্গেশ্বর মহাদেব মন্দির নামেও পরিচিত। সেখানে সাধুদের পাশাপাশি পূর্ণ্যার্থীরা নদীর ধারে আরতি করেন।
ভর সন্ধেয় কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি ! সূত্র মারফত খবর, 'কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলি, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় বাইকে চেপে হামলার অভিযোগ উঠেছে। প্রথমে সুশান্তর বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করার চেষ্টা করা হয় বলে অভিযোগ।এদিকে প্রথমে গুলি না বেরোনোয় ফের গুলি করার চেষ্টা চালিয়েছে দুষ্কৃতীরা বলে সূত্র মারফত খবর।এরপরেই ধাক্কাধাক্কিতে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে কাউন্সিলরের বাড়ির দরজায়। এই ঘটনায় ইতিমধ্যেই হামলাকারীর মধ্যে অস্ত্র-সহ একজনকে আটক করা হয়েছে।