৭টায় বাংলা (১): তৃণমূলে ফিরলেন মুকুল রায়, 'যারা গদ্দারি করেছে, তাদের দলে ফেরত নেব না', বললেন মমতা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজল্পনার অবসান। তৃণমূলে যোগ দিলেন মুকুল রায়। ২০১৭ সালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকাকালীন দল ছেড়েছিলেন তিনি। যোগ দেন বিজেপিতে। এরপর আজ 'ঘর ওয়াপসি' হল মুকুলের। পুরানো দলে ফিরলেন 'চাণক্য'। তাঁর সঙ্গে আজ তৃণমূলে প্রত্যাবর্তন হয় পুত্র শুভ্রাংশু রায়েরও। আজ তৃণমূলে যোগ দিয়ে মুকুল রায় বলেন, "পুরনোদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। বাংলা আবার তাঁর নিজের জায়গায় ফিরবে। আর বাংলাকে নেতৃত্ব দেবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।"
এই প্রসঙ্গে বিজেপি সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh) বলেন, "আমার থেকে ভালো মুকুল রায়কে কেউ চেনেন না। উনি সব সময় দ্বিচারিতার রাজনীতি করেছেন। নিজের স্বার্থের জন্যই রাজনীতি করেন তিনি। উনি ভেবেছিলেন বিজেপি (BJP) ক্ষমতায় আসবে। বিজেপি ক্ষমতায় না আসার কারণেই উনি চলে গেলেন। উনি কখনই জননেতা নন।"
রাজ্যের মন্ত্রী শিউলি সাহা বলেন, "আগামী দিনে দিদিকে ভারতের প্রধান চালিকা শক্তি হিসাবে দেখতে চাই। সেই কাজে আগামিদিনে দিদিকে সাহায্য করবেন মুকুল বাবু। তাঁর তৃণমূলে যোগদানকে স্বাগত জানাই।"
মুকুল রায়ের দলে প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গেই তৃণমূল-ত্যাগী অন্যদের 'ঘর ওয়াপসি' নিয়ে জল্পনা শুরু হয়েছে। কিন্তু, আজ তৃণমূল ভবনে নেত্রী সরাসরি জানিয়ে দিলেন, তাঁদের আমরা নেব না এপ্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, "ভোটের সময় মুকুল আমাদের দলবিরোধী একটাও কথা বলেননি। যাঁরা ভোটের সময় গদ্দারি করে বিজেপির হাত শক্তিশালী করতে গিয়েছেন এবং গদ্দারি করেছেন, তাঁদের আমরা নেব না-এটা আমাদের দলের সিদ্ধান্ত। মনে রাখবেন, চরমপন্থী এবং নরমপন্থী আছে। মুকুলের সঙ্গে অনেকেই গেছেন। মুকুল চলে আসায়, তাঁরাও চলে আসতে চাইবেন। কিন্তু, যাঁরা চরমপন্থী, নিম্ন রুচির পরিচয় দিয়েছেন, তাঁদের আমরা নেব না।"
অন্যদিকে মুকুল রায় বিজেপি ছাড়তেই দলের অন্দরে কার্যত তোলপাড় পড়ে গিয়েছে। দিলীপ ঘোষ বলেন, 'উনি থাকার জন্য দলে বিশেষ লাভ হয়নি, তাই কী ক্ষতি হবে জানি না।' এদিকে মুকুলের তৃণমূলে প্রত্যাবর্তনের পরে ফের বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।