Bangladesh News: মালদা সীমান্তে মুখোমুখি বিএসএফ-বিজিবি, মুহুর্মুহু জয় শ্রীরাম ও বন্দে মাতরম স্লোগান

Continues below advertisement

Bangladesh Update: মালদার বৈষ্ণবনগরে সীমান্তে ভারতকে কাঁটাতার দিতে বাধা ! লাগাতার যুদ্ধের জিগিরের মধ্যেই আরও বেপরোয়া বাংলাদেশ! বর্ডার আউটপোস্টে BSF-কে কাঁটাতার দিতেও বাধা BGB-র!

 

 

বাগুইআটিকাণ্ডে এখনও অধরা 'তোলাবাজ' কাউন্সিলর:

আক্রান্ত প্রোমোটারকে ফের হুমকির অভিযোগ। বারাসাত কোর্ট চত্বরে আক্রান্ত প্রোমোটারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছেন প্রোমোটার কিশোর হালদার। তদন্ত শুরু করেছে পুলিশ। গত ১৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে বাগুইআটিতে আক্রান্ত হন এই প্রোমোটার। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এখনও অধরা। ২১ দিন পরেও অধরা তিনি। প্রাণনাশের আশঙ্কা আক্রান্ত প্রোমোটার কিশোর হালদারের। গতবছর ডিসেম্বর মাসে দাবি মতো তোলা না দেওয়ায় বন্দুকের বাঁট দিয়ে বাগুইআটির প্রোমোটার কিশোর হালদারের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দলবলের বিরুদ্ধে। ঘটনার পর তিন সপ্তাহ কাটতে চললেও এখনও অধরা অভিযুক্ত কাউন্সিলর। তাঁর দুই সঙ্গী ধরা পড়েছে পুলিশের হাতে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram