৭টায় বাংলা (১): কেন্দ্রীয় প্রতিনিধি দল পৌঁছনোর আগেই বীরভূমে খুন তৃণমূল কর্মী
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেন্দ্রীয় প্রতিনিধি দল পৌঁছনোর আগেই বীরভূমে খুন তৃণমূল কর্মী। দুবরাজপুরে বিজেপির বিরুদ্ধে দলীয় কর্মীকে খুনের অভিযোগ তুলল তৃণমূল। পাল্টা হামলার অভিযোগ করেছে বিজেপি। সংঘর্ষের ঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ।
'সাম্প্রদায়িকতার কথা বললে কমিউনাল ল অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। কোন রাজনৈতিক রং দেখা হবে না', বিধানসভায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। পাল্টা বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।
দল বিরোধী কাজের অভিযোগে খেজুরির প্রাক্তন বিধায়ক সহ দুই নেতাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস (TMC)। পূর্ব মেদিনীপুর (East Midnapore) জেলার ১৬টি আসনের মধ্যে ৭টিতে হেরেছে শাসক দল। গতকাল তমলুকে পর্যালোচনা বৈঠকে বসে তৃণমূলের জেলা নেতৃত্ব। বৈঠকে খেজুরির প্রাক্তন বিধায়ক রণজিৎ মণ্ডল ও জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারীকে বহিষ্কারের কথা ঘোষণা করা হয়।
বিধানসভা ভোটের পরেই মালদায় বিজেপিতে ভাঙন। বামনগোলা পঞ্চায়েত সমিতির ৪ বিজেপি সদস্য যোগ দিলেন তৃণমূলে। এর ফলে এই পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠ হল তৃণমূল।
কোচবিহারে আহত উদয়ন গুহকে চিকিৎসার জন্য আনা হল কলকাতায়।
নন্দীগ্রামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ৪ সদস্যের দল। নন্দীগ্রামের কেন্দামাড়ি, জালপাই-সহ একাধিক জায়গা ঘুরে দেখেন কেন্দ্রের প্রতিনিধিরা। কথা বলেন আক্রান্তদের সঙ্গে। এর আগে বীরভূমের নানুর-সহ একাধিক হিংসা কবলিত এলাকা ঘুরে দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দল।
বিজেপির যোদ্ধা হিসেবে রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে আমার লড়াই চলবে। আমাকে ঘিরে যাবতীয় জল্পনা বন্ধ হোক। আমি আমার রাজনৈতিক পথে অনড় আছি, তাঁকে ঘিরে যাবতীয় জল্পনা প্রসঙ্গে ট্যুইট মুকুল রায়ের। প্রসঙ্গত গতকালই শপথের পর, সুব্রত বক্সীর সঙ্গে মুকুলের শুভেচ্ছা বিনিময় নিয়ে গুঞ্জন দেখা দেয় রাজনৈতিক মহলে।