৭টায় বাংলা (২): আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত রাজ্যে, শীঘ্রই হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন বুদ্ধবাবু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Dec 2020 09:07 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ফের রাজীবের সঙ্গে তৃণমূল নেতাদের বৈঠকের সম্ভাবনা। দলের কিছু নেতার দুর্নীতি ও স্তাবকতা নিয়ে পার্থ চট্টোপাধ্যায় ও পিকের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন বনমন্ত্রী। দলের তরফ থেকে রাজীবকে আরও বেশি করে ব্যবহারের আশ্বাস দেওয়া হয়েছে। আজকের বৈঠক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দেবেন পার্থ, তার পরেই পরবর্তী বৈঠকের দিন ধার্য হবে। তৃণমূল থেকে বহিষ্কৃত শুভেন্দু অনুগামী কণিষ্ক পণ্ডা। পূর্ব মেদিনীপুর TMC-র সাধারণ সম্পাদক কণিষ্ক পণ্ডা। জানা গিয়েছে, বহিষ্কৃত এই নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ অনুগামী। তাঁকে দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে। সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছেন দলের নেতা সুব্রত বক্সি। প্রোমোটিং বিবাদকে কেন্দ্র করে চারু মার্কেট থানা এলাকায় সংঘর্ষ। আহত বেশ কয়েকজন। একজনের হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। ভাংচুর করা হয় কয়েকটি গাড়ি ও বাড়ি। এক পক্ষের দাবি তারা ৮৯ নম্বর ওয়ার্ডে প্রোমোটিংয়ের কাজ করে। অভিযোগ বহিরাগতরা এলাকায় ঢুকে প্রোমোটিংয়ের চেষ্টা করছে। বাধা দেওয়ায় শুরু হয় সংঘর্ষ। দুই পক্ষই চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেছে। সল্টলেকের দত্তাবাদে বোমাবাজি। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ। অভিযোগ গতকাল রাতে পরপর দুটো বোমা ছোঁড়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বিদায়ী কাউন্সিলরের আদবি, গত লোকসভা নির্বাচনে ৩৮ নম্বর ওয়ার্ডে TMC এগিয়ে থাকার জন্য এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে BJP। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন শাসক দলের নেতা। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসায় বদনামের চেষ্টা। পাল্টা দাবি গেরুয়া শিবিরের। বর্ধমান শহরের শালবাগান এলাকায় বিজেপির কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা বিজেপির বিরুদ্ধে তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। সকালে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। বেহালায় ভেঙে পড়ল বাড়ির একাংশ (Behala Building Collapse)। বারান্দার একাংশ ভেঙে তিন জন আহত হয়েছেন। রবিবার সকাল থেকেই বেহালা নীলাঞ্জনা অ্যাপার্টমেন্টে চার তলার বারান্দায় দুই জন রাজ মিস্ত্রী কাজ করছিলেন। দুপুর ১১ টা নাগাদ হঠাৎ সেই বারান্দা ভেঙে পরে। দুই জন রাজ মিস্তির এক জনের অবস্থা আশঙ্কাজনক। নীচে একজন সব্জি বিক্রেতার পা ভেঙে গিয়েছে। জখম তিন জনকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তচাপ, পালস রেট ও রক্তে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক রয়েছে। রাতে সুপ খেয়ে ভালো ঘুমিয়েছেন। সকালে খবরের কাগজ পড়তে চেয়েছিলেন তিনি। সব ঠিক থাকলে মঙ্গলবারের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বুদ্ধদেব ভট্টাচার্যকে। ফের উর্ধ্বমুখী পারদ। আবহাওয়া দপ্তরের পুর্বাভাস আগামী শুক্রবার থেকে রাজ্যে জাঁকিয়ে শীত পড়তে চলেছে।