তৃণমূলের প্রার্থীতালিকায় তারকাদের ছড়াছড়ি, বাদ গেলেন প্রবীণরা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতৃণমূলের প্রার্থীতালিকায় তারকাদের ছড়াছড়ি। ব্যারাকপুরে রাজ চক্রবর্তী, উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিক, আসানসোল দক্ষিণে সায়নী ঘোষ, বাঁকুড়া আসনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, মেদিনীপুর সদরে জুন মালিয়াকে প্রার্থী করেছে তৃণমূল। বারাসাতে ফের প্রার্থী করা হয়েছে চিরঞ্জিৎ চক্রবর্তীকে। চণ্ডীপুর থেকে লড়বেন সোহম চক্রবর্তী, সোনারপুর দক্ষিণ থেকে দাঁড়াচ্ছেন লাভলি মৈত্র। রাজারহাট গোপালপুর থেকে লড়বেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি। প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি শিবপুর, বিদেশ বসুকে প্রার্থী করা হয়েছে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে। ব্যারাকপুর ভাটপাড়ার মতো সন্ত্রাস কবলিত এলাকায় প্রার্থী হওয়া চ্যালেজিং, নিজের বড় হয়ে ওঠা এলাকা হওয়ায় এই এলাকার মানুষের সমস্যার কথা জানা, বললেন রাজ। তিনি আরও বলেন, ‘একজন তারকা প্রার্থী হিসাবে আমাকে না দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একজন সৈনিক হিসাবে দেখুন। আমি সবার জন্য লড়ব।’ রাজ চক্রবর্তীকে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী করায় শাসক দলকে কটাক্ষ করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। অন্যদিকে রাজারহাট গোপালপুরের তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী হলেন অদিতি মুন্সি (Aditi munshi)। গতকালই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। এই প্রসঙ্গে অদিতি বলেন, ‘আমাকে যোগ্য মনে করার জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ। তাঁদের আশার মান রাখার জন্য আমি চেষ্টা করব।’ নিজের জন্মস্থানেই প্রার্থী হতে পেরে খুবই আনন্দিত, এলাকা ও এলাকাবাসীদের জন্ম থেকে চেনায় পরবর্তীকালে কাজের ক্ষেত্রে সুবিধা হবে, জানালেন অদিতি। তিনি বলেন, ‘রাজনীতি আমার কাছে মানবিকতা। আমার যোগ্যতার প্রমাণ দেওয়ার চেষ্টা করব’। উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক (Kanchan Mallik) বলেন, ‘আমাকে প্রার্থী করার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে কৃতজ্ঞ। আমরা সবাই দিদির দূত। উত্তরপাড়ার মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করব। সবাই মিলে একসঙ্গে দিদির জন্য কাজ করব।’ রবিবার নরেন্দ্র মোদির (Narendra Modi) ব্রিগেড সমাবেশের পরেই রাজ্যে বিধানসভা ভোটের প্রার্থীতালিকা ঘোষণা করবে বিজেপি (BJP)। দলের তরফ থেকে আপাতত কর্মীদের ব্রিগেড সমাবেশে মননিবেশ করার কথা বলা হয়েছে। রবিবার প্রথম দুই দফার প্রার্থীতালিকা প্রকাশ করবে বিজেপি।