Kolkata: ব্যস্ত মার্কুইস স্ট্রিট ফাঁকা ।বাংলাদেশগামী বাসের সংখ্যা অনেক কম ।ওপারে ফিরতে ভয় বাংলাদেশির | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বাংলাদেশগামী বাসের সংখ্যা অনেক কম । বাংলাদেশগামী বাস কার্যত যাত্রীশূন্য । বাংলাদেশিদের আনাগোনা প্রায় নেই বললেই চলে । এপারে আসছেন না বহু বাংলাদেশি । ওপারেও ফিরতে ভয় বাংলাদেশির
আরও খবর...
ওপার বাংলায় নিপীড়িত হিন্দুরা। এপার বাংলায় জোরদার হচ্ছে প্রতিবাদ। আজ জেলায় জেলায় প্রতিবাদ মিছিল ও সভা করল বিভিন্ন হিন্দু সংগঠন। কোথাও সামিল হল বিজেপিও। দিল্লিতে প্রতিবাদ করুন। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের নতুন নুতন অভিযোগ আসতেই থাকছে। যার বিরুদ্ধে এপার বাংলাতেও প্রতিবাদ জোরালো হচ্ছে। রবিবার জেলায় জেলায় মিছিল ও সভা করে বিভিন্ন হিন্দু সংগঠন।
৮ দিন ধরে জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। আগামীকাল রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাঁর জামিন-মামলার শুনানি হবে চট্টগ্রাম আদালতে। গত সোমবার ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করে চট্টগ্রাম পুলিশ। এখনও পর্যন্ত বাংলাদেশে গ্রেফতার হয়েছেন ৫ জন। চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে ওপার বাংলায় বিক্ষোভ দেখাচ্ছেন সংখ্যালঘুরা। তার আঁচ এপার বাংলাতেও। এই আবহেই আগামীকাল চিন্ময়কৃষ্ণর জামিন-মামলার শুনানি রয়েছে। জামিন পাবেন ইসকনের সন্ন্যাসী? উত্তরের অপেক্ষায় গোটা বিশ্ব।