BJP's Protest Against Fake Vaccination: বিজেপির পুর অভিযান ঘিরে উত্তেজনা, গ্রেফতার সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পাল
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুলিশের অনুমতি ছাড়াই ভুয়ো ভ্য়াকসিনকাণ্ডে বিজেপির (BJP) কলকাতা পুরসভার অভিযান ঘিরে ধুন্ধুমার। রুট বদলে পুরসভার দিকে যাওয়ার চেষ্টা করলে আটকাল পুলিশ। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। এক মহিলা বিজেপি কর্মী আহত। মহামারী আইনে গ্রেফতার সায়ন্তন, অগ্নিমিত্রা পাল-সহ ৫৮ জন বিজেপির নেতা কর্মী। তাঁদের নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। সেখান থেকে জামিনে ছাড়া পান বিজেপির নেতা-কর্মীরা। যদিও বিজেপির আজকের এই অভিযানে দেখা যায়নি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সৌমিত্র খাঁকে। তাঁদের দু'জনের বাইরে থাকার দাবি দিলীপ ঘোষের (Dilip Ghosh)।
"মানুষের স্বার্থে প্রতিবাদ করতে বাধ্য হয়েছে বিজেপি। শান্তিপূর্ণ প্রতিবাদ, পুলিশ হিংসার আশ্রয় নিয়ে আটকে দিয়েছে। সরকারের এত ভয় কেন? পরিস্থিতির পরিবর্তন না হলে রাজ্যজুড়ে আন্দোলন করবে বিজেপি।" হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। "হারের পরেও গা জোয়ারি", কটাক্ষ পার্থর।
সাতদিনের মধ্য়ে গ্রেফতার করতে হবে তববস্সুম আরাকে। নাহলে রাস্তা অবরোধ করা হবে। ভ্য়াকসিনকাণ্ডে পুলিশকে ডেপুটেশন দিয়ে হুঁশিয়ারি দিল বিজেপি। এই ধরনের কেউ পুরসভার সঙ্গে যুক্ত না থাকলেই ভাল। অস্বস্তিতে পড়ে মন্তব্য আসানসোলের পুরপ্রশাসকের।