Cyclone Yaas: ঘূর্ণিঝড়ের পর পরিস্থিতি সামাল দিতে আড়াই হাজারেরও বেশি কর্মী থাকবেন রাস্তায়, জানাল সিইএসসি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 May 2021 09:04 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যে মিউকরমাইকোসিসে আক্রান্ত ও সন্দেহভাজন মোট ১৮ জন। তাঁরা ভর্তি রয়েছেন বিভিন্ন হাসপাতালে। কোভিডে আক্রান্ত না হয়েও ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ভর্তি মালদার বাসিন্দা।
করোনা আবহে অক্সিজেনের বিপুল চাহিদা। কিন্তু যোগান অপর্যাপ্ত। এই পরিস্থিতিতে নিজেরাই স্বয়ংক্রিয় অক্সিজেন প্লান্ট বসালো বেহালার বেসরকারি হাসপাতাল। মিনিটে উৎপাদন হচ্ছে ৬১০ লিটার অক্সিজেন।
ধেয়ে আসছে ইয়াস। বুধবার দুপুরে আছড়ে পড়বে বালেশ্বর-দিঘার মাঝামাঝি। কলকাতায় ৮০ থেকে ৯০ কিমির কাছে ঝড়ের সতর্কতা। ঘূর্ণিঝড়ের পর পরিস্থিতি সামাল দিতে আড়াই হাজারেরও বেশি কর্মচারী রাস্তায় থাকবে, জানাল সিইএসসি।