Cyclone Yaas Update: ইয়াস এবং ভরা কোটালের জলোচ্ছ্বাসের জের, ধরাশায়ী পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 May 2021 07:47 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওড়িশার (Odisha) বালেশ্বরের কাছে ঘূর্ণিঝড় ইয়াসের (Cyclone Yaas) ল্যান্ডফল। ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন বহু গ্রাম। জলের তোড়ে ভেঙে গিয়েছে ভদ্রক (Bhadrak) থেকে ধামড়া যাওয়ার রাস্তার একাধিক অংশ। ঘূর্ণিঝড় ইয়াসের সরাসরি প্রভাব এসে পড়েছে এরাজ্যেও। বেশি প্রভাব পড়েছে দুই জেলা পূর্ব মেদিনীপুর (East Midnapore) এবং দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Pargana)। দিঘায় (Digha) সকাল সাড়ে ৯টায় ইয়াসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৮ কিমি, ওই সময় দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে ইয়াসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৮ কিমি আর কলকাতা (Kolkata) ইয়াসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬২ কিমি। ঘূর্ণিঝড় ইয়াস এবং ভরা কোটালের জলোচ্ছ্বাসে পূর্ব মেদিনীপুরে প্রায় ৮০০টি গ্রাম প্লাবিত।