Bangladesh News : অসম, ত্রিপুরা ছেড়ে শুধু বেছে বেছে কেন পশ্চিমবঙ্গকে নিশানা করা হচ্ছে?: কুণাল
ABP Ananda LIVE : 'অসম, ত্রিপুরা ছেড়ে শুধু বেছে বেছে কেন পশ্চিমবঙ্গকে নিশানা করা হচ্ছে?', আকরাম কুণাল ঘোষের। বাংলাদেশ থেকে অনুুপ্রবেশের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে গোয়েন্দাদের চিন্তা বাড়াচ্ছে দুই দেশের কাঁটাতারহীন সীমান্ত। এর আগে এবিপি আনন্দ-র ক্যামেরায় ধরা পড়েছিল মুর্শিদাবাদে কাঁটাতারহীন সীমান্তের ছবি। একই ছবি নদিয়ায়। জমি-জটের কারণে এখনও জেলার একাধিক জায়গায় ভারত- বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। হাঁসখালি ও ধানতলার প্রায় ৮ কিলোমিটার জায়গা কাঁটাতারহীন। তার জেরে অনুপ্রবেশের সম্ভাবনা বাড়ছে বলে মনে করছেন গোয়েন্দারা। এই বছর বাংলাদেশ থেকে আসা ৩০০ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। রুজু হয়েছে ৮০টি মামলা। অনুপ্রবেশে সাহায্য়ের অভিযোগে গ্রেফতার হয়েছেন ৫০ জন ভারতীয়। হাঁসখালিতে ভারত-বাংলাদেশ সীমান্তে বয়ে যাচ্ছে ইছামতী নদী। সেখান দিয়ে অনায়াসে বাংলাদেশ থেকে ভারতে ঢোকা সম্ভব বলে মনে করছেন গোয়েন্দারা। সীমান্তে BSF-এর নজরদারি থাকলেও, চোরা পথে অনুপ্রবেশের সম্ভাবনা রয়েই যাচ্ছে।