Bangladesh News : বিশ্বাসঘাতক বাংলাদেশ। সনাতনী সমাজের প্রতিনিধিদের ঢুকতেই দিল না ইউনূস সরকার
ABP Ananda LIVE : বিশ্বাসঘাতক বাংলাদেশে হিন্দু-বিদ্বেষ চরমে। সম্প্রীতি সমাবেশে যোগ দিতে বাধা ইউনূস সরকারের। সনাতনী সমাজের প্রতিনিধিদের বাধা। সনাতনী সমাজের প্রতিনিধিদের ঢুকতেই দিল না ইউনূস সরকার।
এবার মালদার হবিবপুরে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে উদ্ধার হল চোরাই মোবাইল ফোন, নগদ ও বিদেশি মদ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল হবিবপুরের কলাইবাড়ি এলাকায় যৌথ অভিযান চালায় BSF ও পুলিশ। দীপঙ্কর মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় ৫২টি মোবাইল ফোন, ৫০ হাজার টাকা এবং ২০টি বিদেশি মদের বোতল। এর পিছনে বাংলাদেশ যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে হবিবপুর থানার পুলিশ।
কেউ পশ্চিমবঙ্গে এসে গোপন বৈঠক করেছে। কেউ আবার পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তানে যাওয়ার ছক কষেছিল। কেউ আবার ১০ বছর ধরে ঘাঁটি গেঁড়েছিল এ রাজ্য়ে। একের পর এক জঙ্গির বঙ্গ-যোগ নিয়ে যখন ক্রমেই বাড়ছে উদ্বেগ, তখনই মালদার হবিবপুরে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হল প্রচুর চোরাই মোবাইল ফোন, নগদ টাকা।