৭ টায় বাংলা (Seg 1): কোথায় পরেশ অধিকারী? পোস্টার দেখিয়ে লেকটাউনে SFI-এর বিক্ষোভ ।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসব জল্পনার অবসান। নিজাম প্যালেসে সিবিআই (CBI) দফতরে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়। সন্ধে ৬টা বাদার কুড়ি মিনিট আগেই পৌঁছলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
এসএসসি (SSC) মামলায় বুধবারই ডিভিশন বেঞ্চ রায় দেয়। বিচারপতি আনন্দগোপাল মুখোপাধ্যায় এবং বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ রায় দেয়, এসএসসি সংক্রান্ত মামলা নিয়ে সিঙ্গল বেঞ্চ যে রায় দিয়েছিল সেটাই বহাল থাকবে। এসএসসির মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চেই পাঠানোর কথা বলে ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশের পরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে যান মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম। তারপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন আজ, বুধবারই সন্ধে ছটার মধ্যে নিজাম প্যালেসে সিবিআই দফতরে যেতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। পাশাপাশি এসএসসি উপদেষ্টা কমিটির সদস্যদেরও সিবিআই দফতরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেইমতো উপদেষ্টা কমিটির সদস্যরা সিবিআই অফিসে পৌঁছন।
সিবিআই দফতরে হাজির অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার। স্বেচ্ছায় এসেছি, সিবিআই চাইলে পরেশ পালের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। পরেশ পাল ও স্বপন সমাদ্দারের নির্দেশেই ভাইকে খুন করা হয়েছে, দাবি নিহত বিজেপি কর্মীর দাদার।
কোথায় নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পরেশ অধিকারী? সন্ধান চাই পরেশ অধিকারীর। পোস্টার দেখিয়ে লেকটাউনে এসএফআইয়ের বিক্ষোভ।