Suvendu Adhikari: 'রাজাকারদের আত্মসমর্পন করাবে ভারত', পেট্রাপোল সীমান্তে হুঙ্কার শুভেন্দুর
ABP Ananda Live: মৌলবাদের নাগপাশে বাংলাদেশ। নানা ঘটনায় দু'দেশের সীমান্ত এলাকায় বাড়ছে উত্তাপ। জেলবন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের দ্রুত মুক্তি ও হিন্দুদের ওপর অত্যাচার বন্ধের দাবি জানিয়ে সোমবার পেট্রাপোল সীমান্তের কাছে প্রতিবাদ কর্মসূচি। যোগ দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। জিরো পয়েন্টে জমায়েত করেছেন বহু মানুষ। সেখানে তাঁরা বিক্ষোভ দেন। বাংলাদেশে রফতানির বন্ধের হুঙ্কার দেন শুভেন্দু।
এদিন পেট্রাপোল সীমান্তের জমায়েত থেকে সুর চড়ান বিরোধী দলনেতা। অবিলম্বে চিন্ময় কৃষ্ণদাস প্রভুর মুক্তির দাবি জানান। শুভেন্দু বলেন, "এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম। অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে, প্রভু মুক্তি না পেলে আমরা ৫ দিন বন্ধ করব। তারপরে আমরা ২০২৫ সালে লাগাতার বন্ধ করে ওদের আলু-পেঁয়াজ কী করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। ভারতের পতাকা যারা পদদলিত করেছে, '৭১-এর রাজাকারের মতো, যেমন পাকিস্তানে আমি চিফ আত্মসমর্পণ করেছিলেন, এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে। ভারত আজ একটা দেশ নয়, পৃথিবীর একটা শক্তিশালী রাষ্ট্র নরেন্দ্র মোদির নেতৃত্বে।"