Tarapith Temple: আজ থেকে খুলল তারাপীঠ মন্দির, কোভিড বিধি মেনে প্রবেশের অনুমতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jun 2021 09:15 PM (IST)
করোনা আবহে একমাস বন্ধ থাকার পর আজ থেকে খুলল তারাপীঠ মন্দির (Tarapith Temple)। তবে বৃষ্টির কারণে পুণ্যার্থীর সংখ্যা বেশ কম। কোভিড বিধি মেনে মন্দিরে প্রবেশের অনুমতি মিললেও বিগ্রহকে যাতে কেউ স্পর্শ করতে না পারে সেই জন্য গর্ভগৃহের সামনে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। এদিকে আজ জামাইষষ্ঠী। বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী ইমন (Iman Chakraborty) এবং নীলাঞ্জনের। প্রথম বছর জামাইষষ্ঠী, তাই উত্তেজনাও দ্বিগুণ। বিশেষ এই দিনটিতে গান গেয়ে নিজের মনের কথা নীলাঞ্জনকে জানালেন ইমন।