TMC vs Governor: 'পঞ্জাবের জমি দুর্নীতিতে জড়িত রাজ্যপাল', জগদীপ ধনকড়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহুয়া মৈত্রের
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যপালের বিরুদ্ধে অবৈধভাবে জমি নেওয়ার অভিযোগ। নাম না করে মহুয়া মৈত্রকে পাল্টা জবাব তথাগত রায়ের (Tathagata Roy)। "সারদা কর্তা সুদীপ্ত সেনকে ছবি বিক্রি নিয়েও অভিযোগ করুন।" গতকাল পাল্টা ট্যুইটে জবাব দেন বিজেপি (BJP) নেতা তথাগত রায়।
"অবিলম্বে এই রাজ্য়পালকে (Jagdeep Dhankhar)। আমরা রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করব।" দাবি তৃণমূল সাংসদ তৃণমূল (TMC) সাংসদ সুখেন্দু শেখর রায়ের (Sukhendu Sekhar Roy)।
ফের দাম বাড়ল রান্নার গ্যাসের (Cooking Gas)। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু সাড়ে ২৫ টাকা। কলকাতায় (Kolkata) ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৮৬১ টাকা। অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের (Commercial Cylinder) দাম বেড়েছে ৭৬ টাকা। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬২৯ টাকা। রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ।
রান্নার গ্যাসের দাম বাড়া প্রসঙ্গে আজ বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "গ্যাসের দাম, পেট্রোল-ডিজেলের দাম আন্তর্জাতিক বাজারের (International Market) উপর নির্ভর করে। তাই দাম বাড়ছে, একবার দাম কমেছিল। এরকম কম বেশি হতেই থাকে, সরকার এই পুরোটা নিয়ন্ত্রণ করতে পারে না। এই ঘটনা কংগ্রেস (Congress) আমল থেকেই চলছে। সরকার চেষ্টা করছে যত তাড়াতাড়ি এটি নিয়ন্ত্রণে আনা যায়। দুনিয়া জুড়ে অর্থনীতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে। কিছুদিন ডামাডোল চলবে। দেশের অর্থনৈতিক অবস্থা, জিডিপি (GDP) দেখে বোঝা যাচ্ছে, জিএসটি (GST) বাড়ছে – তা ভালো লক্ষ্মণ। তবে আশা করি সব তাড়াতাড়ি স্বাভাবিক হবে।"