Mamata Banerjee: 'যে কাজটা করতে ২ বছর লাগে, সেটা ২ মাসে করার চেষ্টা করছে', আক্রমণ মমতার
ABP Ananda LIVE : 'মানুষের ভোটাধিকার ওরা কেড়ে নিতে চায়' । গণতন্ত্রকে ধ্বংস করতে চায়' । মতুয়াদের, আদিবাসীদের ভোটাধিকার থাকবে না?' । 'যে কাজটা করতে ২ বছর লাগে, সেটা ২ মাসে করার চেষ্টা করছে' । বিজেপি সব এজেন্সিকে নিজেদের দালাল বানিয়েছে' । কেন্দ্র সরাসরি বেশ কিছু বিএলও নিয়োগ করছে, অভিযোগ তৃণমূলনেত্রীর । নেতাজি ইন্ডোরে বিএলএদের সঙ্গে বৈঠকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় । বিজেপির আবদার, আরও দেড় কোটি নাম বাদ দিতে হবে' । 'কলকাতায় আগে ১০০ টি ওয়ার্ড ছিল' । ডিলিমিটেশনের পর ১৪৪ টি ওয়ার্ড হয়েছে' । সেটা কি ভেবে দেখেছেন ভ্যানিশ কুমার বাবুরা?' । বিএলএ-দের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে?', আক্রমণ মমতার ।
'দীপুচাঁদ দাসের দোষটা কী ছিল ?' বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অডিও বার্তা শেখ হাসিনার
অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন, হাদির জন্য কান্নাকাটি, হাদিও তো....এর সঙ্গেই জড়িত ছিল। ..পুলিশের উপর হামলা, সেনাবাহিনী, তাঁরা তো দায়িত্বপালন করতে যাচ্ছে। ..গোপালগঞ্জে যখন ইউনূসের হুকুমে সরাসরি, আমার নেতা-কর্মীদের হত্যা করল। সে বিচার তো হচ্ছে না। দীপুচাঁদ দাসকে যে হত্যা করেছে, মিথ্যা অপবাদ দিয়ে, দোষটা কী ছিল ? কী অপরাধ ছিল তাঁর ? সে সাধারণ। গরীবের ছেলে। ...আমি আছি আপনাদের সাথে।এই এত মানুষের লাশ এবং এত মানুষের জীবনহানি, ওতে ইউনূসের মন কাঁদে না ?! ..প্রার্থী নেতাদের দ্বন্দ্ব, সেখানে আওয়ামি লিগের কী ? .. সব মারে তাঁরা। যারা মারে , তাঁদের দেয় দায়মুক্তি, পুরস্কৃত করে। আর সব দোষ হল আওয়ামী লিগের। মামলা দেয় আমাদের উপর। এই খেলাই বাংলাদেশে চলছে। কিন্তু সত্যের জয় হবেই হবে। সবাই ধৈয্য ধরুন। সত্যের জয় হবে। '