Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আজ বাংলায়: পিকের বিরুদ্ধে ফের বিস্ফোরক ময়নাগুড়ির তৃণমূল বিধায়ক, বেসুরো হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়রও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Dec 2020 11:27 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
তৃণমূলের গভীরে আজ পচন ধরেছে। দলবদলের আগে তৃণমূল কর্মীদের লেখা খোলা চিঠিতে অভিযোগ শুভেন্দু অধিকারীর। পাল্টা আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল। এদিকে শুভেন্দুর ভাই তথা তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী দাবি করেছেন, 'তাঁর দল ছাড়ার কোনও প্রশ্ন নেই।' আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি। আমি এখনও তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ। আগামী দিনেও থাকব। জানান তিনি। শুভেন্দুর দলবদলের দিনে পিকের বিরুদ্ধে ফের বিস্ফোরক ময়নাগুড়ির তৃণমূল বিধায়ক। পিকের টিমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন হাওড়া পুরসভার ডেপুটি মেয়র তথা তৃণমূল নেত্রী মিনতি অধিকারী। বললেন, কীভাবে রাজনীতিতে কাজ করব, তা শেখাতে আসছেন বাচ্চা-বাচ্চা ছেলেরা। তৃণমূলের দলবদলের পর অশান্তি হলদিয়া, ব্যারাকপুর, চাঁচলে। বিজেপির ফ্লেক্স ছেঁড়ার অভিযোগে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল ছেড়ে বিজেপিতে ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। দলবদলের পর ব্যারাকপুরে তাঁর অফিস সংলগ্ন রাস্তা গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ তৃণমূলের। যা নিয়ে তুঙ্গে তৃণমূল-বিজেপি চাপানউতোর।