রাজ্যে মিউকরমাইকোসিসে মৃত আরও ১, মোট আক্রান্ত ৩০
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যে মিউকরমাইকোসিসে আরও একজনের মৃত্যু। রাজ্যে এখনও পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত আরও একজন। মিউকরমাইকোসিসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৫ জন। এই নিয়ে রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০। অন্যদিকে রাজ্যে একদিনে করোনায় (Corona) ১০৮ জনের মৃত্যু। রাজ্যে একদিনে ৮ হাজার ৮১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে টানা শীর্ষে উত্তর ২৪ পরগনা (North 24 Pargana)। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৪২ জন। ৩০ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় একদিনে সংক্রমিত ৯৭৬ জন। ২৭ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার ৯৪ শতাংশ। পাশাপাশি প্রবল বৃষ্টির জেরে উত্তর দিনাজপুরে কুলিক নদীর উপর তৈরি বাঁশের সাঁকো ভেঙে পড়েছে। ফলে চরম দুর্দশায় পড়েছেন প্রায় ১৫টি গ্রামের বাসিন্দারা। রায়গঞ্জ শহরে আসতে অনেকটা পথ পেরোতে হচ্ছে তাঁদের। আর এই নিয়েই শাসকদলকে বিঁধেছে বিজেপি। দ্রুত সমস্যার মেটানোর আশ্বাস দিয়েছে জেলা পরিষদ। এদিকে করোনা (Corona) আক্রান্ত বৃদ্ধা। অভিযোগ, তার জেরে জল বন্ধ করে দেয় প্রতিবেশীরা। চরম অমানবিকতার ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারে। গতকাল ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়। যেই বাড়িতে উনি ভাড়া থাকতেন, সেই বাড়ির বাকিরা আজই করোনা পরীক্ষা করান। করোনা পরীক্ষা করে বাড়ি ফিরেই তাঁরা দেখেন টিউবওয়েল ভাঙা। দুপুর থেকে সন্ধে পর্যন্ত জল ছাড়াই থাকতে হয় ৩টি পরিবারকে। সন্ধেবেলায় পুরসভার উদ্যোগে সারানো হয় টিউবওয়েল। 'স্থানীয়রাই টিউবওয়েল ভেঙে দেয়, ঠিক করেনি', ঘটনাস্থলে গিয়ে মন্তব্য পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যানের।