Fake IAS Debanjan Deb: ভুয়ো তথ্য দিয়ে ব্যাঙ্ক থেকে ২০ লক্ষ টাকা ঋণ নিয়েছিল দেবাঞ্জন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Jun 2021 10:54 PM (IST)
‘২০২০ থেকে বিভিন্ন অ্যাকাউন্টে ২ কোটির বেশি লেনদেন। ভুয়ো তথ্য দিয়ে আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে ঋণ। ভুয়ো তথ্য দিয়ে ব্যাঙ্ক থেকে ২০ লক্ষ টাকা ঋণ নিয়েছিল দেবাঞ্জন।’ প্রতারকের জালিয়াতির নয়া তথ্য পুলিশের হাতে। ভুয়ো আমলার অফিসের বর্তমান ও প্রাক্তন কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ‘টাকা নিয়ে অনেককে চাকরি দিয়েছিলেন দেবাঞ্জন,’ ভুয়ো আমলার বিরুদ্ধে এমনই অভিযোগ কয়েকজন কর্মীর। হেয়ার স্ট্রিট থানাতেও কোটি টাকার প্রতারণার অভিযোগ। কোটি টাকার মাস্ক, স্যানিটাইজারের টাকা না দেওয়ার অভিযোগ।