আজ বাংলায়: শীর্ষ নেতৃত্বের কড়া বার্তার পরেই জেলায় জেলায় ‘নির্দল’ বহিষ্কার। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুদিনের মধ্যে প্রার্থীপদ ছাড়তে হবে তৃণমূলের বিক্ষুব্ধ নির্দলদের। দলীয় প্রার্থীর সমর্থনে নামতে হবে ভোটের ময়দানে। নির্দেশ অমান্য করে ভোটে লড়লে নির্দলদের তৃণমূল থেকে বহিষ্কার করা হবে। আর দলে ফেরানো হবে না। শতাধিক পুরসভায় ভোটের মুখে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির কড়া নির্দেশিকা পৌঁছচ্ছে জেলায় জেলায়।
শীর্ষ নেতৃত্বের কড়া বার্তার পরেই জেলায় জেলায় ‘নির্দল’ বহিষ্কার। পুরুলিয়া, বীরভূম, নদিয়া, কোচবিহার, পূর্ব মেদিনীপুরে ২৭জন বহিষ্কৃত। কৃষ্ণনগর পুরসভার ১১জন নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল। দুবরাজপুরের ৩টি ওয়ার্ডের নির্দল প্রার্থী বহিষ্কার করল তৃণমূল। পুরুলিয়া, ঝালদা পুরসভার ৮ বিক্ষুব্ধকে বহিষ্কার করল তৃণমূল। কোচবিহারে তৃণমূল কংগ্রেস থেকে ৪জন নির্দল প্রার্থী বহিষ্কার। পূর্ব মেদিনীপুরের তমলুকেও ১জন বিক্ষুব্ধকে বহিষ্কার করল তৃণমূল। গতকালই মেদিনীপুর, খড়গপুরে ১৫জন বিক্ষুব্ধকে তৃণমূল থেকে বহিষ্কার। তৃণমূল কর্মী হয়েও নির্দল হয়ে ভোটের লড়াইয়ে দাঁড়ানোয় বহিষ্কার। উত্তর ২৪ পরগনায় পিছু হঠার পথে ২৮জন বিক্ষুব্ধ, দাবি নেতৃত্বের ।
পুরভোটের আগে প্রার্থী অপহরণের অভিযোগ ঘিরে ভাটপাড়ায় উত্তেজনা। ভোটে না লড়ার মুচলেকাও লিখিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে শাসকদল, দাবি গেরুয়া শিবিরের। বিজেপি প্রার্থী নিজেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, পাল্টা তৃণমূল।
গরুপাচারকাণ্ডে এবার দেবের (Dev) সহ-প্রযোজককে তলব সিবিআইয়ের (CBI)। দেবের সহ-প্রযোজক পিন্টু মণ্ডলকে তলব। কালই পিন্টু মণ্ডলকে হাজিরার নির্দেশ। ‘গরুপাচারের টাকা ছবি তৈরিতে বিনিয়োগ?’ জানতে চেয়ে দেবের সহ-প্রযোজককে সমন সিবিআইয়ের: সূত্র
সল্টলেকে নার্সিং পড়ুয়াদের বিক্ষোভ। হেলথ সায়েন্স বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। পরীক্ষা পদ্ধতি নিয়ে বিক্ষোভ নার্সিং পড়ুয়াদের। স্টাডি লিভ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।