আজ বাংলায়: পুরভোট নিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাম-কংগ্রেস, কটাক্ষ তৃণমূলের। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুরভোটের দিন রাস্তায় ফেলে মারধরের ঘটনার পর নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস প্রার্থী। ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রবি সাহার অভিযোগ, পুরভোটের দিন তাঁকে রাস্তায় ফেলে মারধর করা হয়। ভোটের আগে থেকে তাঁকে ও পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলেও কংগ্রেস প্রার্থীর অভিযোগ। এই পরিস্থিতিতে নিরাপত্তা চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। মামলা গৃহীত হয়েছে। আগামীকাল শুনানির সম্ভাবনা। কলকাতা পুরসভা নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ। হাইকোর্টে মামলা দায়ের সিপিএম প্রার্থী ফৈয়াজ আহমেদ খানের। '১৯ ডিসেম্বর কলকাতায় ভোট লুঠ হয়েছে। সিট গঠন অথবা নিরপেক্ষ তদন্তকারী সংস্থার তদন্ত হোক।' কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
"কর্মসংস্থান তৈরি করতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার। বাংলায় তথ্যপ্রযুক্তি শিল্প নতুন উচ্চতায় পৌঁছেছে। কলকাতায় ৫০ হাজার চাকরি দিয়েছে টিসিএস। ২০১১ সালে এই সংখ্যাটা ছিল ১৫ হাজার। এক্ষেত্রে কর্মসংস্থান প্রায় তিন গুণ বেড়েছে।'' ট্যুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আর এনিয়ে কী বললেন পার্থ চট্টোপাধ্যায়? কী বললেন শুভেন্দু অধিকারী?
কলকাতা পুরভোটের ফল প্রকাশের পরদিনই দিল্লিতে রাজ্যপাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাত্ করলেন জগদীপ ধনকড়। কী কারণে সাক্ষাৎ? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে রাজ্যপালকে নিশানা করেছে তৃণমূল। রাজ্যপালের পাশে দাঁড়িয়ে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি।