আজ বাংলায়: বারুইপুরে প্রোমোটার খুনের ঘটনা জড়িত ছিলেন ১০-১২ জন, জানাল পুলিশ। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবারুইপুরে প্রোমোটার খুনের ঘটনা ১০-১২জন জড়িত ছিলেন। তিনজনকে গ্রেফতারের পর জানাল পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে নিহতের সঙ্গিনীর ভূমিকাও। অন্যদিকে CBI তদন্তের দাবি তুলেছে নিহতের পরিবার।
এখনও হয়নি এলগিন রোডের হত্যাকাণ্ডের কিনারা। উত্তর ভারতের পাশাপাশি প্রতিবেশী একাধিক রাজ্যে অভিযান চালিয়েও খোঁজ মেলেনি আততায়ীর। এই অবস্থায়, গোয়েন্দাদের অনুমান, খুনি সম্ভবত অন্যের নামে সিমকার্ড ব্যবহার করেছে।
বিতর্ক দূরে সরিয়ে এবার কামারহাটিতে একসঙ্গে প্রচারে সৌগত রায়, মদন মিত্র। কামারহাটি মোড় থেকে কামারহাটি পাঁচমাথার মোড় পর্যন্ত হুডখোলা গাড়িতে প্রচার। ১ থেকে ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার সারলেন দমদমের সাংসদ ও কামারহাটির বিধায়ক। মদনের সঙ্গে কোনও সমস্যা নেই, দাবি সৌগতর। একই দাবি মদনেরও।
বিজেপি প্রার্থীর প্রচারে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম এবং প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের ছবি। তা নিয়ে বিতর্ক বেধেছে বনগাঁ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে। বিজেপির সাফাই, দুজনেই অত্যন্ত সম্মানীয়, তাই তাঁদের ছবি প্রচারে রেখেছেন তিনি। নিন্দা করেছে তৃণমূল ও সিপিএম।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে বাদ ঋদ্ধিমান সাহা। 'আমি থাকতে তোমার অসুবিধা হবে না, বলেছিলেন বোর্ড সভাপতি সৌরভ', টিম থেকে বাদ পড়ার পরই দাবি ঋদ্ধির।
এক হল চার হাত। শনিবার, বিয়ের বাঁধনে বাঁধা পড়লেন ফারহান আখতার ও শিবানী দান্ডেকর। স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে পথচলার শপথ নিলেন তাঁরা। খন্ডালায়, জাভেদ আখতার এবং শবানা আজমির ফার্ম হাউজে তাঁদের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন হৃতিক রোশন,
রাকেশ ওমপ্রকাশ মেহরা, আশুতোষ গোয়াড়িকর, রিয়া চক্রবর্তী, শঙ্কর-এহসান-লয় এবং তাঁদের ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুরা। সূত্রের খবর, আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন শাহরুখ খানও। বিয়েতে নিকাহ বা মরাঠী রীতি মেনে অনুষ্ঠানের আয়োজন করেননি ফারহান-শিবানী।