আজ বাংলায়: বাম ছাত্র সংগঠনের এসপি অফিস ঘেরাও কর্মসূচি, ধুন্ধুমারে রণক্ষেত্র পাঁচলা | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআনিস-খুনে দোষীদের গ্রেফতারির দাবিতে বাম ছাত্র সংগঠনের এসপি অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে হাওড়ার পাঁচলায় তুলকালাম। এসপি অফিস লক্ষ্য করে ইট বাম সংগঠনের। পাল্টা কাঁদানে গ্যাস, লাঠিচার্জ করে পুলিশ।
আজ এসপি অফিস (SP Office) ঘেরাও কর্মসূচিতে ইটের ঘায়ে ৮ জন পুলিশকর্মী আহত হয়েছেন। ৯টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে, জানালেন এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্ত।
"আমি অশান্তি চাইনি, চাইব না। দেশবাসী কী করছে না করছে তা আমি জানি না। আমি আমার ছেলের জন্য ন্যায়বিচার চাই", বললেন আনিস খানের বাবা।
কেএলও (KLO) জঙ্গি সন্দেহে শিলিগুড়ি থেকে আরও একজনকে গ্রেফতার করল এসটিএফ। ধৃতের বাড়ি শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়ায়। টাকা তোলার অভিযোগে বৃহস্পতিবার এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসটিএফ সূত্রে খবর, ধৃতকে জেরা করেই উঠে আসে এই ব্যাক্তির নাম।