Bangladesh:নিরাপত্তা কাঠামো ভেঙে গেছে,বিস্ফোরক বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাI শান্তি ফিরবে কোন পথে?

Continues below advertisement

Hindu Monk Arrested: এদিন শামিম কামাল বলেন, মূলত সরকারের পতনের পর, বাংলাদেশের নিরাপত্তার পরিকাঠামোটা ভেঙে পড়েছে। প্রায় ৫৬টি থানা লুঠ হয়েছে। প্রায় ৫০টি থানায় অগ্নিসংযোগ হয়েছে। প্রায় ৫ হাজার ৭৮৯টি অস্ত্র খোয়া গিয়েছে। সব মিলিয়ে পুলিশ তারপরে যে অবস্থায় রয়েছে, তা অত্যন্ত নাজুক বা প্যারানয়েড অবস্থা। পুলিশের পক্ষে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু এখানে যেটা বিষয় আসার ছিল, গত আড়াই মাস ধরে সেনা বাহিনী ময়দানে রয়েছে। তবে সেনা বাহিনী পূর্বের মতোই সক্রিয় রয়েছে। এখন যেহেতু এটা বিশেষ পরিস্থিতি, তাই এটাকে খুবই ডায়নামিকভাবে মোতায়েন করা উচিত। একটা মডেল বলছি যে, যদি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় একটা করে সেনাবাহিনীর ইউনিকে নিযুক্ত করা যায় এবং প্রত্যেকটা থানা বা উপজেলায় একটা করে ডিটাচমেন্ট দেওয়া যায়, সর্বক্ষেত্রে নজরে রাখবে, কোথায় মামলা হচ্ছে, কোথায় চাঁদাবাজি হচ্ছে, কোথায় সন্ত্রাস হচ্ছে, ইত্যাদি ইত্যাদি।এমন কি এটা যদি করা যায়, তাহলে ১৫ দিনের মধ্যেই আইন শৃঙ্খলার একটা বড় পরিবর্তন আসবে। সেনা বাহিনী এখন যেভাবে দায়িত্বপালন করছে, এটা অনেকটা ধরি মাছ না ছুঁই পানি ! এটা অনেকটা সেরকমই পরিস্থিতি। সেনাবাহিনীর জন্য এটা একটা অপূর্ব সুযোগ। অতীতে সেনাবাহিনীর যেভাবে ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছিল, সেটা অনেকটা উদ্ধার হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram