আজ বাংলায়: আনিস-হত্যাকাণ্ডে SIT-র প্রাথমিক তদন্তের ভিত্তিতে গ্রেফতার আমতা থানার এক হোমগার্ড এবং এক সিভিক ভলান্টিয়ার | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছাত্রনেতা আনিস হত্যাকাণ্ডে (Anish Khan Death) গ্রেফতার আমতা থানার এক হোমগার্ড এবং এক সিভিক ভলান্টিয়ার। সিটের প্রাথমিক তদন্তের ভিত্তিতে হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। যদিও জোড়া গ্রেফতারিতে সন্তুষ্ট নয় নিহত আনিসের পরিবার। সিবিআইয়ের দাবিতে তাঁরা অনড়।
সিবিআই (CBI) তদন্তের দাবি থেকে না সরলে দুনিয়া থেকেই সরিয়ে দেব! গভীর রাতে এমনই হুমকি দিয়ে ফোন আসছে বলে অভিযোগ করলেন নিহত আনিসের (Anish Khan) দাদা! ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ। যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। আতঙ্কে থাকলেও, সিবিআই তদন্তের দাবিতেই অনড় নিহত আনিসের বাবা ও দাদা।
পুরভোটের প্রচারে গিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের (Ashoknagar) তৃণমূল বিধায়ক। এবার সিপিএমকে (CPM) ঘেয়ো কুকুরের সঙ্গে তুলনা করলেন তিনি! অশোকনগরের মানুষ ভোটে এর জবাব দেবে। প্রতিক্রিয়া সিপিএম নেতৃত্বের।
পুরভোটের মুখে দুই মলাটে প্রকাশিত হল অনুব্রত মণ্ডলের জীবনী। বইয়ের নাম ‘খেলা হবে’। তার আনুষ্ঠানিক প্রকাশ হল শিক্ষামন্ত্রীর হাত দিয়ে। বিজেপির কটাক্ষ, পুলিশকে বোম মারতে বলা নেতার জীবনী প্রকাশ করে নতুন নজির তৈরি করলেন শিক্ষামন্ত্রী।
অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন হাওড়ার (Howrah) চাঁদমারী এলাকার স্থানীয় বাসিন্দারা। স্থানীয় ক্লাবের উদ্যোগে আগুন নেভাতে মহড়ার আয়োজন করা হয়েছিল। দমকলের কর্মীরা কাঠের মধ্যে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তা নেভানোর পদ্ধতি দেখাতে গিয়ে বিপত্তি। আগুনের লেলিহান শিখা পৌঁছে যায় দর্শকদের কাছে। ভয়ে আতঙ্কে হুড়োহুড়িতে আহক হন কয়েকজন। এদের মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।