আজ বাংলায়: বীরভূমে সব আসনে জয়ের হুঙ্কার অনুব্রতর, টিকিট না পেয়ে মুকুলের কাছে তৃণমূল বিধায়ক
বিধানসভা ভোটে ২৯১টি আসনে তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন তৃণমূল নেত্রী। তৃণমূলের প্রার্থীতালিকায় তারকাদের ছড়াছড়ি। ব্যারাকপুরে রাজ চক্রবর্তী, উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিক, আসানসোল দক্ষিণে সায়নী ঘোষ, বাঁকুড়া আসনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, মেদিনীপুর সদরে জুন মালিয়াকে প্রার্থী করেছে তৃণমূল। বারাসাতে ফের প্রার্থী করা হয়েছে চিরঞ্জিৎ চক্রবর্তীকে। চণ্ডীপুর থেকে লড়বেন সোহম চক্রবর্তী, সোনারপুর দক্ষিণ থেকে দাঁড়াচ্ছেন লাভলি মৈত্র। রাজারহাট গোপালপুর থেকে লড়বেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি। প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি শিবপুর, বিদেশ বসুকে প্রার্থী করা হয়েছে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে। ভবানীপুর আসন ছেড়ে নন্দীগ্রামে প্রার্থী হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে করেছেন শুভেন্দু। তিনি বলেছেন, নিজের কেন্দ্রে ছেড়ে পালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, এবার ভবানীপুরে হারবেন বলে বুঝতে পেরেছিলেন। শুভেন্দু বলেছেন, ওখানে যা ভোটে হারতেন, এখানে তার তিনগুণ ভোটে হারাব। তিনি আরও বলেছেন, নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন। আপনাকে স্বাগত। লড়াই-ময়দানে দেখা হবে। ২ মে সবুজ আবির সরিয়ে আমরা গেরুয়া আবির ওড়াব। বিধানসভা নির্বাচনে তৃণমূল ২২০-র বেশি আসন পাবে, বীরভূমে সম আসনে জিততে তৃণমূল, হুঙ্কার অনুব্রত মণ্ডলের। বেহালা পূর্ব কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার রত্না চট্টোপাধ্যায়। বেহালা পূর্ব থেকেই লড়তে চাই, দলের কাছে টিকিট চাইব, মন্তব্য শোভন চট্টোপাধ্যায়ের। আরামবাগ কেন্দ্রে প্রার্থী বিজেপি নেতা সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হতেই মুকুল রায়ের সঙ্গে দেখা করলেন সাঁকরাইলের তৃণমূল বিধায়ক শীতল সর্দার, সঙ্গে রয়েছেন দীনেশ বাজাজ। মুকুল রায়ের সল্ট লেকের বাড়িতে বৈঠক হয়। মুকুল রায়ের পরামর্শ নিতেই এসেছি, বিজেপিতে যোগ দিচ্ছি, মন্তব্য বিধায়কের।