Aj Banglay: কাল গোয়ার ৪০ আসনে নির্বাচন, ৩১ আসনে লড়াই করছে তৃণমূল। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাল গোয়ার ৪০ আসনে নির্বাচন। ৩১ আসনে লড়াই করছে তৃণমূল। জোটসঙ্গী এমজিপি-কে ছেড়েছে ৯ আসন। গোয়ায় ভোটের আগে তৃণমূল-আপ সংঘাত। তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। ভুয়ো ভিডিও ছড়িয়ে আপের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। আপ নেত্রী অতিসী মারলেনা ও বাল্মীকি নায়েকের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ। মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ দায়ের তৃণমূলের। প্রতিক্রিয়া মেলেনি আপ নেতৃত্বের। গোয়ার পাশাপাশি উত্তরাখণ্ডেও কাল নির্বাচন। উত্তরাখণ্ডে একদফাতেই ৭০ আসনে ভোট। উত্তরপ্রদেশে দ্বিতীয় দফায় ভোট হবে ৫৫ আসনে।
পুরভোটে বালুরঘাটে এবার দেখা যাবে মা-মেয়ের লড়াই। রাজনীতির ময়দানে তাঁরা একে অন্যের প্রতিপক্ষ। দু’ জনেই বলছেন, রাজনীতির প্রভাব পড়বে না পারিবারিক সম্পর্কে। অন্যদিকে, চন্দ্রকোণায় বৌমার হয়ে প্রচারে নেমেছেন শ্বশুর-শাশুড়ি
তৃণমূল নেতৃত্বের হস্তক্ষেপের পরেও, বারুইপুর ও রাজপুরে সোনারপুর মনোনয়ন তুললেন না ৩ নির্দল প্রার্থী। দলের প্রার্থীকে হারাতে তেড়েফুড়ে প্রচারে নেমে পড়েছেন তৃণমূলের বিক্ষুব্ধরা। আর এই নিয়ে শাসক দলকে খোঁচা দিয়েছে বিরোধীরা। যদিও তৃণমূলের দাবি, ক্ষোভ অনেকটাই মিটেছে