আজ বাংলায়: সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর প্রয়াত সুরকার এবং সঙ্গীত শিল্পী বাপি লাহিড়ি। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুরের জগতে পরপর নক্ষত্র পতন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর প্রয়াত সুরকার এবং সঙ্গীত শিল্পী বাপি লাহিড়ি। মঙ্গলবার মাঝরাতে মুম্বইয়ের হাসপাতালে তাঁর মত্যু হয়। ছেলে আমেরিকা থেকে ফেরার পর, বৃহস্পতিবার বাপি লাহিড়ির শেষকৃত্য হবে।
'উনি খালি ডিস্কো কিং ছিলেন না। তিনি মেলোডি কিং ছিলেন। মেলোডি তৈরি করেছেন। সুরকার ছিলেন। বাপিদার এভাবে চলে যাওয়া দুঃখের।' প্রতিক্রিয়া অভিজিৎ ভট্টাচার্যের।
মাত্র চোদ্দ পনেরো বছর বয়সে প্রথম স্টেজ শো করেন বাপি লাহিড়ির সঙ্গে। ডিস্কো কিংয়ের মৃত্য়ুর পর সেই দিনের কথা মনে করলেন জোজো।
গানের জগতে ফের ইন্দ্রপতন! প্রয়াত সুরকার ও গায়ক বাপি লাহিড়ি। মৃত্যুর কারণ, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। অসুস্থতার কারণে গত কয়েকদিন ধরে বাপি লাহিড়ি ভর্তি ছিলেন হাসপাতালে। শেষরক্ষা হল না। ৬৯-এ চলে গেলেন সবার প্রিয় বাপি দা।
পদ্মশ্রী দিতে চেয়ে, আদতে তাঁকে অপমান করেছে কেন্দ্র। সন্ধ্যা মুখোপাধ্যায়ের হাসপাতালে ভর্তির দিন যে বিতর্কটা শুরু হয়েছিল, গীতশ্রীর মৃত্যুর পরও অব্যাহত থাকল সেই তরজা। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।