Aj Banglay: ‘সিবিআই চাইলে বা আদালত নির্দেশ দিলেই দেওয়া হবে ফোন’, ফের জানিয়ে দিল আনিসের পরিবার । Bangla News
abp ananda
Updated at:
22 Feb 2022 11:50 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিহত ছাত্রনেতা আনিস খানের বাড়িতে ফের সিটের সদস্যরা। তদন্তের স্বার্থে আনিসের মোবাইল ফোন চেয়ে নোটিস। আনিসের মোবাইল ফোন দিতে অস্বীকার পরিবারের। ‘সিবিআই চাইলে বা আদালত নির্দেশ দিলেই দেওয়া হবে ফোন’।
আরও একবার স্পষ্ট করল আনিসের পরিবার।
দিনভর আন্দোলনের আঁচ রাতেও। যাদবপুরে মিছিল করলেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় চত্বর থেকে থানা পর্যন্ত মিছিল। অন্যদিকে ফের কলেজ স্ট্রিট অবরুদ্ধ করলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কিছুক্ষণের জন্য কোনা এক্সপ্রেসওয়ে অবরুদ্ধ করে এসএফআই।