Aj Banglay: আগামীকাল রাজ্যের চার পুরসভার ভোটের ফল ঘোষণা, তার আগে স্ট্রং রুমে কড়া নিরাপত্তা। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামীকাল রাজ্যের চার পুরসভার ভোটের ফল ঘোষণা। তার আগে স্ট্রং রুমে কড়া নিরাপত্তা। বিধাননগর পুরসভার স্ট্রং রুম তৈরি হয়েছে বিধাননগর কলেজে। ৪১টি ওয়ার্ডে গতকাল ভোট হয়। স্ট্রং রুমে রাজ্য পুলিশের সশস্ত্র পাহারা। রয়েছে সিসি ক্যামেরার নজরদারি। প্রবেশের পথেও রয়েছে কড়া নিরাপত্তা।
রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পুরসভা আসানসোল। গতকাল ১০৬টি ওয়ার্ডে ভোট হয়েছে। আসানসোল পলিটেকনিক কলেজে তৈরি হয়েছে স্ট্রং রুম। চলছে প্রস্তুতি। ৭টি ঘরে ৫৩টি টেবলে দুটি ধাপে ভোট গণনা হবে। গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। রয়েছে সিসি ক্যামেরার নজরদারি।
চন্দননগরের কানাইলাল বিদ্যামন্দিরে তৈরি হয়েছে স্ট্রং রুম। চন্দননগর পুরসভার ৩৩টি ওয়ার্ডের মধ্যে গতকাল ৩২টিতে ভোট হয়েছে। ইভিএম রাখা হয়েছে স্ট্রং রুমে। বাইরে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। ভিতরে সিসি ক্যামেরায় নজরদারি। গালা দিয়ে সিল করা হয়েছে স্ট্রং রুমের দরজা।