Humayun Kabir : 'যা বলেছি ভুল বলেছি, অনিচ্ছাকৃত ভুল করেছি', মমতার বার্তার পর সুর নরম হুমায়ুনের

ABP Ananda LIVE : তিনিই দলের শেষকথা, ফের বুঝিয়ে দিলেন মমতা। সৌগত-হুমায়ুনদের অভিষেক-সওয়ালের পরেই কড়া বার্তা মমতার। 'কে কী বলছেন জানার দরকার নেই, আমিই শেষ কথা। আমি চেয়ারপার্সন, দল পরিচালনায় আমিই শেষ কথা', বিধানসভায় বিধায়কদের সঙ্গে বৈঠকে বুঝিয়ে দিলেন তৃণমূলনেত্রী। 'যা বলেছি ভুল বলেছি, অনিচ্ছাকৃত ভুল করেছি', মমতার বার্তার পর সুর নরম হুমায়ুনের। বেফাঁস মন্তব্য নিয়ে নেত্রীর কড়া বার্তার পরে সুর নরম হুমায়ুনের। 'যা বলেছি ভুল বলেছি, অনিচ্ছাকৃত ভুল করেছি', মমতার কড়া বার্তার পরে ভুল কবুল ভরতপুরের তৃণমূল বিধায়কের। 

বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে রানি রাসমণি অ্যাভিনিউয়ে প্রতিবাদ সভা। আগামী ৫ ডিসেম্বর প্রতিবাদ সভায় অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের । শান্তিপূর্ণভাবে সভা করার নির্দেশ বিচারপতির। কোনও সরকারি সম্পত্তি ভাঙচুর বা সরকারি কর্মীদের মারধর করা যাবে না,  নির্দেশ আদালতের । বাংলাদেশে টার্গেট হিন্দুরা, এখনও জেলবন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। প্রতিবাদে টালিগঞ্জ ফাঁড়িতে বিক্ষোভ-মিছিল কংগ্রেসের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola