Suvendu Adhikari : তৃণমূলকে হারাতে ফের CPM কর্মীদের BJP-কে ভোট দেওয়ার আবেদন শুভেন্দুর
ABP Ananda | 03 Aug 2023 11:11 PM (IST)
তৃণমূলকে হারাতে ফের সিপিএম কর্মীদের বিজেপিকে ভোট দেওয়ার আবেদন শুভেন্দু অধিকারীর। 'পাটনা, বেঙ্গালুরুতে মানুষ দেখেছে, মমতা-ইয়েচুরির বোঝাপড়া হয়ে গেছে। মানুষ আর আপনাদের বিশ্বাস করবে? দিল্লিতে দোস্তি আর বাংলায় কুস্তি একসঙ্গে হয় না। একমাত্র বিজেপিই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে চলেছে। বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করতে পারে শুধু বিজেপিই। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতে হলে সিপিএমের নিচুতলার কর্মীরা বিজেপির সঙ্গে আসুন', দুর্গাপুরের সভা থেকে আহ্বান শুভেন্দু অধিকারীর।